Budget 2024 Mobile Phones: মোবাইল ফোন সস্তা হচ্ছে? বড় সিদ্ধান্ত মোদী সরকারের
(১/৬) ১ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দিন ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কিন্তু এই বাজেট পেশ করার পূর্বেই সরকারের (Government) তরফ থেকে ঘোষিত হয়েছে একটি উপহার। যার মাধ্যমে বেশি উপকৃত হবে সাধারণ মানুষ।
(২/৬) সম্প্রতি মোবাইল (Mobile) শিল্প সংক্রান্ত একটি ঘোষণা জারি করা হয়েছে। যাতে উল্লেখিত হয়েছে যে, সরকারের (Government) তরফ থেকে মোবাইল ফোন তৈরিতে আমদানিকৃত যন্ত্রাংশের উপর থেকে হ্রাস করা হয়েছে আমদানি শুল্কের হার। অনুমান করা হচ্ছে যে, এর ফলে ফোনের দাম (Mobile Price) বেশ কমবে।
আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করা হয়েছে:
(৩/৬) বিজনেস টুডে (Business Today)-এর একটি নিবন্ধ অনুসারে, বাজেট পেশ করার পূর্বে বুধবার দিন মোবাইল যন্ত্রাংশের আমদানি শুল্ক হ্রাস করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার (Central Government)। শুল্কের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করা হয়েছে। এটি শুধুমাত্র মোবাইল শিল্পের জন্য ভালো খবর নয়, সাধারণ মানুষের জন্যও সুখবর। কারণ এই শুল্ক হ্রাসের ফলে ফোনের প্রস্তুত ব্যয় হ্রাস পাবে ফলে ফোনের দামও হ্রাস পাবে।
সরকার মোবাইল ইন্ডাস্ট্রির দাবিকে মান্যতা দিয়েছেন:
(৪/৬) ভারতে মোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কোম্পানি গুলি ভারতে উৎপাদিত স্মার্টফোন গুলির উৎপাদন ব্যয় হ্রাস করতে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক বাজারে সমান ভাবে টক্কর দেওয়ার জন্য আমদানি শুল্ক হ্রাস করতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছিল। উক্ত কোম্পানি গুলির আবেদনে মান্যতা দিয়ে এবার সরকারের তরফ থেকে বাজেট পেশ করার পূর্বেই আমদানি শুল্ক হ্রাস করা হল।
আরও পড়ুন: IAS-এর চাকরি ছেড়ে এই ব্যাক্তি আজ সফল কোটিপতি উদ্যোক্তা ও ইউটিউবার! জেনে নিন তার কাহিনী
মোবাইল ফোন রপ্তানি বাড়বে তিনগুণ:
(৫/৬) ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) পূর্বে জানিয়েছিল যে, সরকার যদি মোবাইল যন্ত্রাংশের উপর আমদানি শুল্কের হার হ্রাস করে এবং কয়েকটি বিভাগ বাতিল করে তবে ভারত থেকে উৎপাদিত মোবাইল রপ্তানির পরিমাণ আগামী ২ বছরের মধ্যে ৩ গুন বৃদ্ধি পেয়ে ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৩ আর্থিক বছরে মোবাইল রপ্তানির পরিমাণ ছিল ১১ বিলিয়ন ডলার।
(৬/৬) অনুমান করা হচ্ছে যে, ২০২৪ অর্থবছরে প্রায় ৫০ বিলিয়ন ডলার অর্থ মূল্যের মোবাইল ফোন উৎপাদন করা হবে। যা পরবর্তী বছরে বৃদ্ধি পেয়ে ৫৫ থেকে ৬০ বিলিয়ন ডলার হতে পারে। ২০২৪ অর্থবছরে প্রায় ১৫ বিলিয়ন ডলার মোবাইল রপ্তানি করা হবে। তবে এই রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০২৫ অর্থবছরে হবে ২৭ বিলিয়ন ডলার হতে পারে।