Money Making Tips: আপনার ভাগ্য বদলে যাবে বাড়িতেই এই কাজ শুরু করে
Money Making Tips: বাজারে মাশরুমের চাহিদা রয়েছে অত্যাধিক। এই অবস্থায় আপনি যদি মাশরুম চাষ করেন তাহলে নিশ্চিত লাভবান হবেন। চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে সুন্দরবন এলাকায় মাশরুম চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
মাশরুম হল একপ্রকার ছত্রাক জাতীয় খাবার। সে যেন অনেকেই মনে করেন যে হয়তো এটি বিষাক্ত খাবার। তবে তাদের এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ মাশরুম হল বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। অধিকাংশ মানুষের কাছেই এটি তাদের পছন্দের খাবার।
বর্তমানে প্রায় সারা বছর ধরে এই খাবারের চাহিদা থাকছে বাজারে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মানুষ সে যুবক যুবতী থেকে বাড়ির গৃহ বধুরা এই মাশরুম চাষ করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে।
সম্প্রতি বিথারী দিশা নামে একস্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হিঙ্গলগঞ্জে পরীক্ষামূলক ভাবে মাশরুম চাষ শুরু হয়েছে। আর সেখান থেকে মাশরুম চাষের ব্যাপারে শিক্ষা গ্রহণ করে অনেক জন নিজের বাড়িতে এই চাষ শুরু করেছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজেদের চাষে ভালো ফলন করেছে। যারা এই মাশরুম চাষ করে সফল হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই গৃহবধূ ও বাড়ির মহিলা কর্ত্রী।
আরও পড়ুন👉: কলকাতা পুলিশের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইলো সরাসরি আবেদনের লিংক
আপনিও যদি এই মাশরুম চাষ শুরু করতে চান তাহলে নির্দ্বিধাই করতে পারেন। কারণ মাশরুম চাষ করার জন্য কোন চাষযোগ্য উর্বর জমির প্রয়োজন হয় না। আমাদের বাড়িতে বা আশেপাশে এমন অনেক জায়গা রয়েছে যেগুলি স্যাঁতস্যাতে অবস্থায় পড়ে থাকে। এই জায়গাটায় আপনি মাশরুম চাষ শুরু করতে পারেন। মাশরুম চাষ করলে আপনি যে লাভবান হবেন তা নিশ্চিত ভাবে বলা যায়।
আরও পড়ুন👉:CAA Rules: CAA কীভাবে কার্যকর হবে? নাগরিকত্ব পেতে যে বিষয় জানা জরুরি
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉:Aadhaar Card: বড় ঘোষণা আধার কার্ড নিয়ে! বিপদে পড়ার আগে জেনে নিন