Business Idea: ৮০ টাকা দিয়ে শুরু করে ১৫০০০ টাকা মাসে রোজগার! কী ব্যবসা কছেন কবিতা?
(১/৫) Business Idea: বর্তমান সমাজে একজন গৃহস্থ মহিলার স্বনির্ভর হয়ে ওঠা প্রত্যন্ত গ্রামগুলিতে অনেকটাই কঠিন। তবে এই কঠিনকে জয় করে নিজের চেষ্টায় খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করে স্বনির্ভর হয়ে দেখিয়েছেন কবিতা চৌধুরী নামের একজন মহিলা। তিনি ব্যবসার (Business) মাধ্যমে প্রথমে নিজের কাজ শুরু করেছিলেন। ব্যবসায় প্রথমে তিনি বিনিয়োগ করেছিলেন মাত্র ৮০ টাকা। আর এটা থেকে আজ তিনি প্রতিমাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করেন।
(২/৫) কবিতা চৌধুরী জানান যে তিনি একজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ছিলেন। কিন্তু তার এই স্বল্পবেদনে সংসার চলত না। তারপরে হঠাৎ তার স্বামীর এক দুর্ঘটনা হওয়ার পর সংসারে আরও বেহাল দশা সৃষ্টি হয়। সংসারের সমস্ত ভার এসে পড়ে তার ওপর। তারপরে বছর ৫ আগে মাত্র ৮০ টাকা থেকে নিজের ব্যবসা শুরু করেন। তবে ব্যবসার ক্ষেত্রে তিনি রাহুল বেকারি নামের এক সংস্থার থেকে সাহায্য পেয়েছিলেন। আর এখন এই ব্যবসা করেই স্বাবলম্বী তিনি।
(৩/৫) কবিতা চৌধুরী হলেন পূর্ব বর্ধমান জেলার নিগন গ্রামের বাসিন্দা। ঐ অঞ্চলের সকলের কাছে তিনি কবিতা দিদি নামে পরিচিত। এখন তার রোজগার কাজ হল প্রতিদিন সকালে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে ব্যবসার উদ্দেশ্যে রওনা দেওয়া। আর তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজের কাজ করা। সেখানে রান্নার কাজ করেন তিনি। ওইখানের কাজ সামলিয়ে তাকে আবার কয়েকটি গ্রামে যেতে হয়। আর নিজের সমস্ত কাজ শেষ করে বাড়ি পৌঁছাতে তার বিকেল হয়ে যায়। দৈনিক তিনি প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার সাইকেল নিয়ে যাতায়াত করেন।
আরও পড়ুন: Google Pay: ১ লক্ষ টাকা পাবেন গুগল পে থেকে, পদ্ধতি জেনে নিন
(৪/৫) সম্প্রতি তিনি জানিয়েছেন যে এই ব্যবসার মাধ্যমে তিনি এখন আর্থিকভাবে কিছুটা সচ্ছল হয়েছেন এবং এর ফলে একটি স্কুটিও কিনেছেন তিনি। ফলে অনেক জায়গায় যাতায়াতের ক্ষেত্রে এটি অনেক সুবিধা দায়ক হয়েছে। সমাজের সকল মহিলাদের কাছে তিনি আশ্বাসবাণী হিসেবে জানিয়েছেন যে, কোন মহিলাই কোন কিছুর থেকে কম না তারা চেষ্টা করলে নিজেরা স্বাবলম্বী হতে পারবে।
(৫/৫) আজ কবিতা চৌধুরী যে জায়গায় অবস্থান করছে তা সেটি তিনি নিজের প্রচেষ্টাতেই অর্জন করেছেন। তিনি ব্যবসার কারণে আজ সকলের কাছে সুপরিচিত। ওই অঞ্চলের অধিকাংশ মানুষ তার কাছে জিনিসপত্র কিনে থাকে। সব মিলিয়ে বলতে গেলে ব্যবসার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন তিনি।