Business Ideas: ২০২৪ সালে এই ৫ ব্যবসা করে মালামাল হবেন! দেরি হওয়ার আগে জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) Business Ideas in Bengali: অনেক সময় ক্ষুদ্র ব্যবসার (Business) সঙ্গে নতুন ধারণা যুক্ত করে বৃহৎ ব্যবসায় রূপান্তরিত করা যায়। যারা নিজের একটি ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই ২০২৪ সালে রইলো বেশ কিছু নতুন দৃষ্টি ভঙ্গির ব্যবসায়িক পরিকল্পনা (Business Idea)। আজকের এই প্রতিবেদনে জানুন বিস্তারিত।

AI সংক্রান্ত ব্যবসা:

(২/৭) বর্তমানে এই প্রযুক্তির যুগে AI বেশ গুরুত্বপূর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই AI-এর এই বিবর্তন নতুন ব্যবসায়ীদের বেশ লাভবান করে তুলতে পারে। চলতি বছরের শুরু থেকেই এআই সংক্রান্ত এই ব্যবসাটি মূল ব্যবসার সঙ্গে সংযুক্ত হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে এআই এর ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

(৩/৭) সেজন্য এআই (AI) সমস্ত বাজার গ্রাস করার আগেই ব্যবসায়ীদের রাস টানতে হবে। সম্প্রতি শুরু হয়েছে এআই ইন্ডাস্ট্রিতে আধিপত্যের লড়াই, এটি ব্যবসায়ীদের লড়াইয়ের যোগ দেওয়ার একটি বড় সুযোগ করে দেবে।

কনটেন্ট ক্রিয়েটর (Content Creator):

(৪/৭) বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে কনটেন্ট ক্রিয়েটরের অভাব নেই। সমাজ মাধ্যমে জনপ্রিয় হওয়ার স্বপ্ন এখন প্রায় প্রত্যেকেই দেখেন। তবে এটি থেকে উপার্জন করা সহজ নয় কিন্তু যারা পারবেন তাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসায়িক মাধ্যম হতে পারে। প্রাথমিক অবস্থায় বিষয়বস্তুর মান যেমনই হোক না কেন পরবর্তীতে ধীরে ধীরে আপনাকে নিজের উন্নতির পাশাপাশি কনটেন্ট-এর দিকে নজর দিতে হবে।

আরও পড়ুন: স্মার্টফোন পাবেন মাধ্যমিক পাস হলেই! শুধু এই শর্ত মানতে হবে! বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ই কমার্স স্টোর (E-Commerce Store):

(৫/৭) করোনা কালীন পরিস্থিতির সময় থেকে ই-কমার্স প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ই-কমার্স প্লাটফর্ম-এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাহকের চাহিদাও ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ই-কমার্স প্লাটফর্মের তরফ থেকে পারফেক্ট ব্র্যান্ডিং, প্রোডাক্ট এবং ম্যানেজমেন্ট সহ উদ্যোক্তাদের বেশ কিছু সুবিধা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: এই দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢুকবে! জানাল পশ্চিমবঙ্গ সরকার

কনসালটেন্সি (Consultancy):

(৬/৭) বর্তমানে কনসালটেন্সি একটি অত্যন্ত ভালো ব্যবসা। দেশের অর্থনীতি বৃদ্ধির পাশাপাশি কনসালটেন্সির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ফার্ম বা কোম্পানির তরফ থেকে তাদের ব্যবসা বৃদ্ধির জন্য কনসালটেন্ট নিয়ে থাকে। আর্থিক দুরাবস্থা বা স্থিতাবস্থা সকল পরিস্থিতিতেই কনসালটেন্টের চাহিদা ও প্রয়োজন হয়।

আরও পড়ুন: এবার থেকে এর বেশি ATM থেকে টাকা তোলা যাবে না! RBI জারি করল নয়া নির্দেশিকা

অনলাইন কোর্স (Online Course):

বর্তমানে অনলাইন কোর্স ডেভেলপমেন্ট-এর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। আপনি যদি একবার কোর্সটি তৈরি করে বিক্রয়ের কাজটি সম্পন্ন করতে পারেন তবে কোর্স টি থেকে আপনার প্যাসিভ উপার্জন বেশ ভালো হবে। অনলাইন শিক্ষার চাহিদা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাতে ২০২৫ সালের মধ্যে এর বাজার ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন