CAA Rules: দেশজুড়ে কার্যকর হল CAA! এর কারণ কী? কারা আবেদন করতে পারবেন?
ভারতবর্ষে বলবৎ হল CAA। কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) থেকে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) পূর্বেই প্রকাশিত হলো CAA সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুসারে ভারত বর্ষ জুড়ে জারি হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act)। আগামী ১২ মার্চ থেকে প্রযোজ্য হবে এই CAA বিধি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে করতে পারবেন CAA-এ আবেদন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, অনলাইন পোর্টালের মাধ্যমে CAA নিয়ে আবেদন করতে পারবেন জনগণ।
CAA সংক্রান্ত বিজ্ঞপ্তি:
কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) থেকে লোকসভা নির্বাচনের পূর্বেই ঘোষ করা হলো বড় ঘোষণা। রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০১৯ সালের ১২ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধন বিল পাশ হয়ে আইনে পরিণত হয়। যে ঘটনা নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল দেশ জুড়ে।
তারপর বিশ্বব্যাপী করোনা মহামারী কারণে CAA লাঘু করা সম্ভব হয়ে ওঠেনি। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পূর্বেই জানানো হয় যে, CAA বিধি লোকসভা নির্বাচনের আগেই প্রযোজ্য হবে দেশবাসীর জন্য। আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে ৪ বছর পর প্রযোজ্য হতে চলেছে CAA বিধি।
নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে অমিত শাহ (Amit Shah) সকলেই ২০১৪ সাল থেকেই একাধিকবার পশ্চিমবঙ্গে এসে নাগরিকত্ব নিয়ে সবর হয়েছেন। ভারতীয় জনতা পার্টি ২০১৯ সালের নির্বাচনের ইস্তেহারের সময় CAA কার্যকরী হওয়ার কথা বলেছিলেন।
আরও পড়ুন: নগদ ৫০০০ টাকা হাতে পাবেন ছোট্ট ‘এই’ কাজটি করলেই! কী ভাবে পাবেন? জেনে নিন
২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় এসে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) পাস করান। ভারতীয় জনতা পার্টির দাবি অনুসারে, CAA নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। সাধারণ মানুষের নাগরিকত্ব প্রদান করার জন্যই এই আইন। এই আইনের মাধ্যমে কোন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।
আরও পড়ুন: Telegram Income Tips: টেলিগ্রাম থেকে বাড়ি বসেই ইনকাম করুন! রইলো সহজ পদ্ধতি
CAA নিয়ে ভারতীয় জনতা পার্টির যুক্তি:
১. CAA-এর ফলে নাগরিকত্বের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকবে না।
২. যে সকল শরণার্থী ভারতবর্ষে বসবাস করছে তাদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা হবে।
৩. CAA-এর ফলে শরণার্থীদের সাংস্কৃতিক, ভাষাগত এবং সামাজিক পরিচয় বাহক হয়ে উঠবে।
৪. CAA-এর ফলে শরণার্থী প্রার্থীদের অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার অধিকার প্রদান করা হবে।
আরও পড়ুন: Primary TET: বিরাট আপডেট সামনে এলো প্রাইমারী টেট নিয়ে! বড় সিদ্ধান্ত পর্ষদের
CAA আইন কার্যকর হওয়ার কারণ:
CAA আইনের মাধ্যমে যদি ধর্মীয় উৎপীড়নের বা নির্যাতনের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘু শ্রেণীরা (হিন্দু,বৌদ্ধ, জৈন,শিখ,পার্সি, খ্রিস্টানরা) ভারতে এসে আশ্রয় নেয় তবে তাদের নাগরিকত্ব প্রদান করা হবে।
CAA আইনে আবেদন করার জন্য কারা যোগ্য বলে বিবেচিত হবেন:
যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পূর্বে ভারতে আশ্রয়ের জন্য আর্জি জানান এবং যদি তারা ভারতে ৫ বছর বা তার অধিক সময় বসবাস করে তবে সে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: রাজ্যে কো-অপারেটিভ ব্যাংকে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন: Madhyamik-HS Result 2024: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় খবর সামনে এলো!