বিজেপি কী এবার ৪০০ পার করতে পারবে? বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন আসন্ন। এই এপ্রিল মাসেই অনুষ্ঠিত হবে লোকসভা ভোট। দেশের কেন্দ্রীয় শাসন স্তরে আসীন নির্বাচনী দল BJP ইতিমধ্যেই তাদের লক্ষ্যমাত্রায় স্থির করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির কর্মকর্তারা এবারের লোকসভা নির্বাচনে ৪০০ টি আসন পার করার কথা বলেছেন। তবে এই লক্ষ্যে কি পৌঁছাতে পারবেন বিজেপি দল? এই বিষয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashan Kishor) বলেন, “বিজেপি সাইকোলজিক্যাল গেম খেলছে।”
এই লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ৪০০ টি আসন পার করা। ৫৪৩ টি আসনের মধ্যে NDA ৪০০ টি আসনে জয়ী হবে বলে বলেন। অনেক নেতারা বলেন এর মধ্যে কেবল বিজেপি দলই ৩৭০টির বেশি আসনে জয়ী হবে। ভোটকুশলী পিকে এই বিষয়ে মন্তব্য করেন, এটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাঁর মত অনুসারে, “এটা মনস্তাত্ত্বিক বিষয়ের অংশ। বিজেপি জন্য বাস্তববাদী লড়াই নয় এটা। শুধুমাত্র বিরোধীদের মানসিকভাবে বিধ্বস্ত করে দিতেই এই স্লোগান।”
তিনি এবিষয়ে আরো জানান, “বিজেপির ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা মনস্তাত্ত্বিক লড়াই। এটা জনগণের চিন্তাধারা বদলানোর জন্যই করা হয়েছে। বিজেপি শাসিত এনডিএ জিতবে না হারবে, সেই চিন্তাভাবনা বদলে এখন বিজেপি ৩৭০ আসন পাবে কি না, সেই কথাই ভাবানো হচ্ছে জনতাকে।”
পিকে-এর মত কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সংসদে ৩৭০ টি আসন পার করবার কথা বলার পশ্চাতেও রয়েছে একটি মনস্তাত্ত্বিক খেলা। দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) সংসদে দাঁড়িয়ে এমন কথা বললে বিরোধী দলনেতারা এই কথাটিকে ধ্রুব সত্য বলে মেনে নেবে।
আরও পড়ুন👉: বিশ্বের সেরা ধনী ব্যক্তিরা কে কত ঘণ্টা ঘুমান জানেন? আপনার ধারণা বদলে যাবে
প্রশান্ত কিশোর বলেন, বর্তমানে বিরোধী দলের যা পরিস্থিতি তাদের বিজেপির দলের নেতৃত্বাধীনে NDA দল উন্নতি করার অধিক সুযোগ রয়েছে। তাঁর কথায়, “ওরা চাইলেই গতবারের নির্বাচনের তুলনায় ১০-২০ শতাংশ আসন বৃদ্ধি করাতে পারে। তবে ২০১৯ সালে বিজেপির পাওয়া আসন সংখ্য়া থেকে এবারে ৭০টি আসন বেশি পাওয়া সম্ভব নয়।”
যদিও ২০১৯ সালে লোকসভা ভোটের সময় বিজেপি দল ৩০৩ টি আসনে জয়ী হয়েছিল।
আরও পড়ুন👉: কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরির সুযোগ! ! শীঘ্রই আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Post Office Scheme: কোটিপতি হয়ে উঠুন পোস্ট অফিসের এই স্কিমে ৫০০০ টাকা বিনিয়োগ করে, রইল হিসেব