প্রত্যেককে ১ লক্ষ ৪০ হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার, রইলো আবেদন পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ভারতবাসীর জন্য সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে চালু হতে চলেছে এমন একটি প্রকল্প যার আওতায় সমস্ত ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী পেতে পারেন  ১ লক্ষ ৪০ হাজার টাকা। উক্ত প্রকল্পে  কেবলমাত্র আবেদন করলেই সমস্ত জনগন পেয়ে যাবেন ১ লক্ষ 40 হাজার টাকা। এই প্রকল্পে কোনো যোগ্যতা ছাড়াই নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারেন।

কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে চালু হওয়া এই প্রকল্পটি ভারতীয়দের জন্য একদম নতুন ও জনপ্রিয়। তাই আপনিও যদি উক্ত প্রকল্পের সুবিধা পেতে আগ্রহী থাকেন তবে আজকের এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। এখানে আবেদনকারী একজন ব্যক্তি তিনটি কিস্তির মাধ্যমে সমস্ত টাকা, নিজের ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) পেয়ে যাবেন। এই প্রকল্পের আবেদন পদ্ধতি এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য নিন্মে দেওয়া হল।

উদ্দেশ্য:

সমাজে যে সকল দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার রয়েছে, তাদের কথা ভেবে এবং যারা আর্থিক দিক থেকে বিশেষভাবে দুর্বল, মূলত তাদের অর্থনৈতিক পরিকাঠামে শক্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার (Government of India) এই প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। এই প্রকল্পের আওতাভুক্ত সমস্ত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার যারা নিজের ঘরবাড়ির সমস্যায় আছেন তাদের জন্য এই টাকা নির্ধারিত হয়েছে। সকলে এই প্রকল্পে আবেদন করে সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রকল্পের নাম:

কেন্দ্রীয় সরকার তরফ থেকে চালু হয়েছে জনপ্রিয় একটি প্রকল্প। যেটির নাম করণ করা হয়েছে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’

আরও পড়ুন: Money Making Tips: মাসে ৩০,০০০ টাকা আয় করতে পারবেন এভাবে বিনিয়োগ করে, জানুন পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কত টাকা পাবেন:

উক্ত প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের প্রত্যেকই ১ লক্ষ ৪০ হাজার টাকা করে পাবেন। তিনটি কিস্তির দ্বারা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি উক্ত প্রকল্পের সমস্ত টাকা পৌঁছে যাবে। প্রথম কিস্তিতে আবেদনকারী পাবেন ৬০ হাজার টাকা। দ্বিতীয় কিস্তিতে আবেদন পাবেন ৫০ হাজার টাকা তাছাড়া NRGS কাজের জন্য নির্ধারিত ১০০ টি মেইনটেইন্স  ফি বাবদ ২১০০০ টাকা পর্যন্ত। পরবর্তীতে পেয়ে যাবেন অতিরিক্ত ১২০০০ টাকা। অর্থাৎ উক্ত প্রকল্পের অধীনে একজন আবেদনকারী সর্বমোট প্রাপ্ত টাকার পরিমাণ হবে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন: Jio: এক রিচার্জেই চলবে টানা ১ বছর! সাথে মিলবে রোজ ২ জিবি ডেটা ও ফ্রি অ্যামাজন প্রাইম!

কারা কারা আবেদন করতে পারবেন:

১. এই প্রকল্পে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

২. আবেদনকারী ব্যক্তির বার্ষিক আয় হতে হবে দরিদ্র সীমার নিচে।

৩. যদি কোন ব্যক্তি পূর্বে এই প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন তাহলে পুনরায় তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন: Google Pay: ২০০০ টাকা প্রতিদিন আয় করুন গুগল পে থেকে! রইলো সহজ পদ্ধতি

যোগ্যতা:

এই প্রকল্পে আবেদন করতে হলে কোনরকম যোগ্যতার দরকার নেই। শিক্ষিত বা অশিক্ষিত সকল মহিলা এবং পুরুষ নির্বিশেষে এই প্রকল্পে আবেদন করতে পারবে।

 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

১.পাসপোর্ট সাইজের দু কপি ফটো।

২. আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card) ও রেশন কার্ড (Ration Card)।

৩. ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের (Bank Account Passbook) প্রথম পাতা জেরক্স।

৪. আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোন সদস্যের জব কার্ড (Job Card)।

আরও পড়ুন: Money Making Tips: ১ লাখ টাকা প্রতি মাসে আয় করতে চান? এই বিনিয়োগ পদ্ধতি জেনে নিন

 আবেদন পদ্ধতি:

 অনলাইন বা অফলাইন দুটি মাধ্যমেই আবেদন করতে পারবেন। আবেদনকারী ব্যক্তি যদি গ্রাম পঞ্চায়েত এলাকা ভুক্ত  হন তাহলে তাকে তার নির্দিষ্ট পঞ্চায়েত অথবা BDO অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। অনেক সময় পঞ্চায়েত প্রধান সরাসরি নাম নির্বাচন করে পাঠিয়ে দিতে পারেন।

 তবে এক্ষেত্রে তখন পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলতে হবে। ফর্ম সংগ্রহ করে তার সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট পঞ্চায়েতে বা  BDO অফিসে জমা করতে হবে। এরপর সংশ্লিষ্ট সার্ভে  আধিকারিকগণ আবেদনকারী ব্যক্তির বাড়ি সার্ভে করার পরে যদি আবেদনকারী যোগ্য বিবেচিত হন তবে তিনি উল্লিখিত টাকা পাবেন।

  দ্বিতীয় ক্ষেত্রের শহর অঞ্চলের বাসিন্দারা এমনকি গ্রামাঞ্চলের বাসিন্দারাও অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটের লিংকটি নিচে দেওয়া হলো :

https://pmaymis.gov.in/

  কিভাবে আপনার নাম চেক করবেন:

যে সকল ব্যক্তি উক্ত প্রকল্পের অধীনে আবেদন করবেন তাদের নামের একটি তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী ব্যক্তি নিজের মোবাইল থেকে অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আধার কার্ডের নাম্বার (Aadhaar Card Number), নাম (Name) ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রয়োগ করে দেখেতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন