Central Railway Recruitment 2024: ৯,০০০-এর বেশি শূন্যপদে রেলে নিয়োগ চলছে,শীঘ্রই আবেদন করুন
Central Railway Recruitment 2024: সেন্ট্রাল রেলওয়ের (Central Railway) তরফ থেকে গত ৯ মার্চ টেকনিশিয়ান পদে আবেদনের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন চলছে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
পদের নাম
যে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) টেকনিশিয়ান গ্রেড I
২) টেকনিশিয়ান গ্রেড III
মোট শূন্যপদ
এই চাকরির পদে মোট ৯ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। টেকনিশিয়ান গ্রেড I পদে ১,০৯২টি পদ রয়েছে ও টেকনিশিয়ান গ্রেড III পদে মোট ৮০৫২ টি পদ রয়েছে।
আবেদন প্রক্রিয়া
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে রেলের ওয়েবসাইট recruitmentrrb.in থেকে আবেদন করতে হবে।
আরও পড়ুন👉: Make Money Online: এই ৯ উপায়ে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, রইলো বিস্তারিত
বয়সসীমা
এই চাকরির আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে গ্রেড থ্রি টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
আবেদন করার পর প্রার্থীদের ফি হিসেবে ৫০০ টাকা প্রদান করতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী, মহিলা প্রার্থী এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ফি হিসেবে ২৫০ টাকা প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
যারা এই পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারী প্রার্থীদের সিবিটি ওয়ান এবং সিবিটি টু পরীক্ষায় বসতে হবে। যারা উত্তীর্ণ হবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন👉: West Bengal Weather: ১লা বৈশাখ থেকেই তাপমাত্রা বৃদ্ধি হবে! তবে এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
শিক্ষাগত যোগ্যতা
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন, এসএসএলসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এছাড়াও, একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে আইটিআই শংসাপত্র থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৩.০৪.২৪ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত আবেদন করা যাবে।
আরও পড়ুন👉: এই ব্যাঙ্ককে ব্যান করে দিল RBI, গ্রাহকরা টাকা তুলতে না পারলে কী হবে?
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Eyes: ব্যাকটেরিয়ার কারণেই মানুষ দেখতে পায়! জানুন কীভাবে?