Chanakya Niti: চাণক্য মতে এই ৩ ধরনের মানুষদের থেকে দূরে থাকুন! এরা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Chanakya Niti: আমাদের প্রাথমিক জীবনে চলার পথে মনীষীদের বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কথা যদি আমরা মেনে চলতে পারতে পারি তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। সঙ্গে সফলতাও খুব দ্রুত আসে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা বন্ধুত্বের মুখোশ পরে থাকলেও বিপদের সময়ে তাদের আসল রূপ প্রকাশিত হয়। আর এইসব বন্ধুরা আমাদের কোন কাজে তো আসেই না বরং তারা আমাদের আরও বিপদের মুখে ঠেলে দেয়। চাণক্য এসব মানুষদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলেছেন।

আপনার চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেকে আপনার বন্ধু বলে দাবি করে তবে তারা সকলে আপনার বন্ধু নয় আর তাদের মধ্যে থেকে সঠিক বন্ধু জেনে নেওয়া আপনার কর্তব্য। চাণক্যের নীতি অনুসারে এই তিন ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। এই মানুষগুলো জীবনে সফলতা ও সুখ অর্জনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তাই দ্রুত এদের সংঘ ত্যাগ করা উচিত। আপনার আশেপাশেও এমন কোন বন্ধু নেই তো চলুন এক নজরে চিনে নেওয়া যাক তাদের।

কোন মানুষদের সঙ্গে দূরত্ব রাখতে হবে?

১) জ্ঞানী মনোভাব সম্পন্ন মানুষ

আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবী করে। আপনি যদি তাদেরকে কোন সৎ উপদেশ দিতে যান তাহলে তারা এটা নিয়েও হাসি ঠাট্টা করে। চাণক্য এসব মানুষদের থেকে দূরত্ব রাখতে বলেছেন কারণ এরা শুধুমাত্র আপনার উপদেশের বিদ্রুপই করে না বরং আপনার সাফল্যের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়।

২) দুষ্টু প্রকৃতির মহিলা

এমন অনেক মহিলা রয়েছে যারা শুধুমাত্র নিজ স্বার্থের কথা ভাবে এরা সব সময় পরিবারের অবাধ্য হয়, অধিক সময় মিথ্যে কথা বলে ও কথা তিক্ত তাই পরিপূর্ণ। চাণক্য এসব স্ত্রীলোকদের থেকে দূরত্ব রাখতে বলেছেন। তারা শুধুমাত্র তাদের চালচলন ও কথা বলার মাধ্যমে আশেপাশের মানুষের ক্ষতি করে না বরং এইসব স্ত্রী লোকেরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভীষণ ক্ষতিকারক।

সর্বদা হা-হুতাশ করতে থাকা ব্যাক্তি

দুর্বল মনোভাবসম্পন্ন মানুষকে সাহায্য করা বা তাদের সৎ উপদেশ দেওয়া অবশ্যই ভালো কথা। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা কখনো নিজের দুঃখ বা কষ্ট থেকে বের হয়ে আসতে পারে না এরা সব সময় সেই একই জিনিস ভেবে কষ্ট পেতে থাকে। কেন এসব মানুষদের থেকে চাণক্য দূরে থাকতে বলেছেন কারণ তাদের সঙ্গে মিশলে ইতিবাচক চিন্তাভাবনা থেকে নেতিবাচক চিন্তাভাবনা অধিকতর হতে থাকে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন