Online Payment: বদলে গেল Google Pay, PhonePe-র নিয়ম! RBI-র নিয়মে অনেক ফায়দা হবে গ্রাহকদের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Online Payment: বর্তমানে ডিজিটাল যুগে কমবেশি সকলেই Phone Pe, Paytm, G Pay ইত্যাদি অ্যাপ ব্যবহার করে থাকে।  তবে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) সম্প্রতি এই অ্যাপস গুলির উপর একটি নির্দেশনা জারি করেছে যার মাধ্যমে ইউপিআই পেমেন্ট (UPI Payment) ব্যবসায় একটি বড়সড়ো পরিবর্তন আসতে চলেছে।আর্থিক লেনদেন যাতে আরো সহজ হয় তার জন্যই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

মানুষ আর খুব বেশি ব্যাংকে যায় না। ডিজিটাল পেমেন্টের এই অ্যাপগুলির মাধ্যমে আর্থিক লেনদেন সবচেয়ে বেশি হয়ে থাকে। দিনের পর দিন এই অনলাইন পেমেন্টের জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। তবে এই থার্ড পার্টি অ্যাপ গুলো ছাড়াও একাধিক বাণিজ্যিক ব্যাংকের একটি করে নিজস্ব অ্যাপ রয়েছে। যেখান থেকে ইউপিআই পেমেন্ট (UPI Payment) করা যায়। এই পেমেন্ট অ্যাপগুলির আর্থিক লেনদেনের পাশাপাশি আরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যার কারণে এগুলি অনেক সময় মানুষদের সমস্যার মুখে ফেলছে।

এই সমস্যা দূর করে গ্রাহকরা যাতে ইউপিআই ব্যবস্থাকে আরো বেশি কাজে লাগাতে পারে তার জন্য কিছু নিয়ম পরিবর্তন করছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। এই ব্যাংকের প্রধান লক্ষ্য হলো ইউপিআই অ্যাপগুলির জনপ্রিয়তা বৃদ্ধি করা, যাতে মানুষ খুব সহজে এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারে কোন রকম ঝামেলা ছাড়াই।

একাধিক অনলাইন পেমেন্ট অ্যাপ রয়েছে যেগুলোতে অর্থ থাকা সত্বেও নির্দিষ্ট কিছু জায়গায় ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যায় না। এই বিষয়টি নিয়ে গ্রাহকরা ঝামেলার মধ্যে পড়ছিল। রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এই বিষয়টি ভালো করে তদারকি করে এই ঝামেলা যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রেখে কিছু নিয়ম পরিবর্তন করতে চলেছে। এর মাধ্যমে সুবিধা পাবে পিপিআই একাউন্ট হোল্ডাররা

আরও পড়ুন: UGC NET June 2024: শুরু হয়ে যাচ্ছে নেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া, পদ্ধতি সহ জেনেনিন বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রিজার্ভ ব্যাংকের (RBI) তরফ থেকে যে নতুন ব্যবস্থাটি করা হয়েছে সেটি হল একাধিক থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের সঙ্গে পিপিআই ব্যবস্থা যুক্ত করে  দেওয়া হবে। এতে অনলাইন ওয়ালেটের মধ্যে যে অর্থ থাকবে সেখান থেকে পেমেন্ট করা ইউপিআই ব্যবস্থার মত সহজ হয়ে যাবে।  

এই ব্যবস্থাই ঐ সমস্ত গ্রাহকরা সবচেয়ে বেশি উপকৃত হবে যাদের অনলাইন ওয়ালেট রয়েছে। তবে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফ থেকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত করা হয়নি। আর কবে এটি করা হবে তা এখনো রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়নি।

আরও পড়ুন: তাপপ্রবাহের লাল সতর্কতার মাঝেই বৃষ্টির পূর্বাভাস এই ৩ জেলায়, কী বলছে আবহাওয়া দপ্তর?

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: UPSC Success Story: ‘বাবা আমি পেরেছি’, বাবা অফিসে টিফিন খাচ্ছিলেন, ছেলে এসে বলল UPSC-র ফলাফল, দেখুন হৃদয়স্পর্শী সেই Video