ICSE, ISC-র রেজাল্ট: পশ্চিমবঙ্গেও পাশের হারে ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গত ২ মে তারিখে এই বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে ছেলেদের তুলনা কোন অংশ পিছিয়ে নেই মেয়েরাও। মাধ্যমিক রেজাল্টের পর কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) এর দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণীর (আইএসসি) ফলাফল গত সোমবার প্রকাশিত হয়েছে।

এই বছর পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে ছেলেদের সঙ্গে একইভাবে পারদর্শিতা প্রমাণ করেছে মেয়েরাও।এবছর আই সি এস সি পরীক্ষায় মোট ৪২ হাজার ৩৭২ জন পড়ুয়া পাস করেছে। তারমধ্যে ২৩ হাজার ২১৪ জন (৫৪.৭৯ শতাংশ) ছিল ছেলে ও ১৯ হাজার ১৫৮ জন (৪৫.২১ শতাংশ) জন ছিল মেয়ে।

এই বছর আইসিএসসি (ICSC) পরীক্ষায় রাজ্যের সকল পড়ুয়াদের মধ্যে পাশের হার ছিল ৯৯.২২ শতাংশ। অন্যান্য বছরে তুলনা এই বছর কিছুটা সময় আগে পরীক্ষা নেওয়া হয়েছিল রাজ্যের মোট ৪২৬ টি পরীক্ষা কেন্দ্রে এবারের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই হিসেবে সকল পড়ুয়া ভাল ফলাফল করেছে।

এই বছর আইএসসি (ISC)-তে অঞ্চল ভিত্তিক পাশের হারে প্রথম ছিল উত্তর দিকের রাজ্যগুলি। দ্বিতীয় স্থানে রয়েছে দেশের পূর্বের রাজ্যগুলি। তার মধ্যে রাজ্যের মেয়ে পড়ুয়া দের পাশের হার ছিল ৯৮.৪৬ শতাংশ। একইভাবে ছেলেদের পাশের হার ছিল ৯৬.৮৮ শতাংশ। ছেলে ও মেয়ে ও ভাই মিলিয়ে রাজ্যে পড়ুয়াদের মোট পাশের হার ৯৭.৪৬ শতাংশ।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now