WBSSC: ত্রুটিহীন তালিকা করতে SSC-কে নির্দেশ মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে ২০১৬ সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে তা ক্রমশই নতুন দিকে মোড় নিচ্ছে। এবার এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্কুল সার্ভিস কমিশনকে (West Bengal School Service Commission) নির্দেশ দেন ত্রুটিমুক্ত তালিকা প্রস্তুত করার।
যোগ্য আর অযোগ্যদের আলাদা করে চিহ্নিত না করতে পারলে আগামী ভবিষ্যতেও এরকম অনৈতিকভাবে নিয়োগ প্রক্রিয়া চলতেই থাকবে। তাই স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) এখন প্রধান লক্ষ্য হলো যোগ্য ও অযোগ্যদের খুঁজে বের করা।
সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৬ জুলাই ফলে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) কাছে একটি বড় মাপের সময় রয়েছে এই কাজটি করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে যোগ্য ও অযোগ্যদের বিভাজন করার।
শুধুমাত্র নির্দেশ দিয়েই ক্ষান্ত নন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে ঘনিষ্ঠ মহল মারফত খবর পাওয়া গেছে এসএসসি (SSC) তার কাজ কতদূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেই ব্যাপারেও খোঁজ নেবেন তিনি। বর্তমানে ভোট প্রচারের কাজে যদিও তিনি ব্যস্ত রয়েছেন এখন কলকাতার বাইরে বিভিন্ন জেলাগুলিতে তাকে যেতে হচ্ছে, কিন্তু এই বিষয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছ থেকে নিয়মিত খোঁজখবর নিয়ে রাখছেন। এমনকি মাঝে মাঝে শিক্ষা মন্ত্রীর সঙ্গেও এই ব্যাপারে আলোচনা করছেন তিনি।
এই ব্যাপারে SSC জানিয়েছে যে এর পূর্বে কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) তারা জানিয়েছিল যে যোগ্য প্রার্থীদের সংখ্যা সম্ভবত ১৯ হাজার এবং অযোগ্য রয়েছে ৫ হাজারের কিছু বেশি। প্রমাণ হিসেবে ওএমআর শিট (OMR Sheet) সংক্রান্ত বেসরকারি সংস্থার কাছ থেকে একটি হার্ডডিক্স এসএসসির কাছে রয়েছে। ফলে এবার তথ্য সংগ্রহের কাজ দ্রুত গতিতে চলবে।