৭৫,০০০ টাকা ছাত্র-ছাত্রীরা পাবে এই স্কলারশিপে আবেদন করে, আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আমাদের দেশে এমন অনেক মেধাবী পড়ুয়া রয়েছে যারা অর্থের অভাবে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। সরকার তাদের কথা ভেবেই বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপের মাধ্যমে তারা যাতে নিজেদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে।

এই স্কলারশিপের মধ্যে উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হলো কোলগেট ইন্ডিয়া স্কলারশিপ (Colgate India Scholarship)। মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য কোলগেট ইন্ডিয়ার তরফ থেকে এই স্কলারশিপটি চালু করা হয়েছে। নিম্নে এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ জানার জন্য প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

স্কলারশিপের নাম ও বিবরণ:

কোলগেট ইন্ডিয়ার তরফ থেকে চালু করা এই স্কলারশিপটির নাম হল কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিশ স্কলারশিপ প্রোগ্রাম (Colgate keep India smiling scholarship program)

বৃত্তির পরিমাণ:

এই স্কলারশিপ (Colgate Scholarship) এ যারা আবেদন করবে তাদের এককালীন ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:


সংশ্লিষ্ট স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীদের যেসব যোগ্যতাগুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
  1. এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়া অবশ্যই ভারতের নাগরিক হবে।
  2. আবেদনকারী পড়ুয়া অবশ্যই ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রিতে পাঠরত হবে।
  3. আবেদনকারী প্রার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করবে।
  4. অবশ্যই কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে বিডিএস নিয়ে পাঠরত হবে।
  5. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার নিচে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

কোলগেট স্কলারশিপে আবেদন করতে গেলে প্রার্থীদের যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হল নিম্নরূপ-

১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
২) দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশীট
৩) আধার কার্ড
৪) আয়ের প্রমাণপত্র
৫) বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র (কলেজ আইডি কার্ড বনো ফাইট সার্টিফিকেট ভর্তির রশিদ ইত্যাদি)
৬) ব্যাংকের পাশ বই

আবেদন প্রক্রিয়া:

২) সেখানে ‘Colgate keep India smiling scholarship program’ এ গিয়ে study application করার পর আবেদন পত্রটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা পূরণ করতে হবে।

৩) এর সঙ্গে সঙ্গে নিজের প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে।

৪) এরপর টার্ম এন্ড কন্ডিশন স্বীকৃত করে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে।

৫) আপনি আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করেছেন কিনা তা ফাইনাল ভাবে আরও একবার চেক করে নিতে হবে। যাতে কোন ভুল তথ্য না থেকে যায়, না হলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে।

৬) যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল ভাবে ‘submit now’ করতে হবে।

স্কলারশিপের অনুদান:

কোলগেট স্কলারশিপের অনুদান হিসেবে প্রার্থীদের টিউশন ফি, অ্যাকাডেমিক খরচ, হোস্টেল ফি, ইন্টারনেট এক্সেস, বই কেনা, ল্যাপটপ, স্টেশনারি এবং অনলাইন স্টাডি এই সবকিছুর জন্য বার্ষিক ৭৫০০০ টাকা অনুদান দেওয়া হবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা:

এই প্রকল্পে আবেদন করতে হলে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ব্যাচেলর বা মাস্টার্স ইন ডেন্টাল সার্জারিতে পঠরত হতে হবে।

আবেদনের শেষ তারিখ:

প্রার্থীরা কোলগেট স্কলারশিপে আবেদন করতে পারবে জানুয়ারি ৩১ তারিখ পর্যন্ত।

এছাড়াও আবেদনের ব্যাপারে সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত নম্বরে। টেলিফোন – 011-430-92248 (এক্সট-125)
(সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 06:00 PM (IST))

Email- keepindiasmiling@buddy4study.com

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন