West Bengal Job: স্বাস্থ্য দফতরের অধীনে একাধিক পদে নিয়োগ নিয়োগ চলছে , বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করা হবে কর্মী নিয়োগ। স্বাস্থ্য দপ্তরে মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি একাধিক পদে করা হবে নিয়োগ।

এর মধ্যেই জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে প্রকাশিত হয়েছে শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

আগ্রহী চাকরিপ্রার্থীদের অবশ্যই স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। তবে যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা করতে পারবেন আবেদন। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন।

Employment Number:

সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে Employment Number হল ১২৮৪.

আরও পড়ুন👉: ৫০,০০০ টাকা বেতনে বিভিন্ন পদে মেট্রো রেলে নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি (Metro Rail Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পদের নাম (Name Of The Post):

স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ১. Community Health Assistance এবং ২. Medical Social Worker পদে করা হবে কর্মী নিয়োগ।

শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy):

Community Health Assistance পদের জন্য শূন্যপদের সংখ্যা ৬টি এবং Medical Social Worker পদের জন্য শূন্য পদের সংখ্যা ২টি

আরও পড়ুন👉: Big News: WB SSC-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ ও নতুন নিয়ম নিয়ে বড় খবর সামনে এলো

মাসিক বেতন (Monthly Salary):

১. Community Health Assistance পদে প্রার্থীদের নিয়োগের পর তাদের প্রতি মাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে।

২. Medical Social Worker পদে প্রার্থীদের নিয়োগের পর তাদের প্রতি মাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সের সময়সীমা (Age Limit):

সংশ্লিষ্ট ২টি পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি (Application Process):

সংশ্লিষ্ট পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে (Online) আবেদন করতে পারবেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন👉: ১০,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন, কেন্দ্র সরকারের এই স্কিম সম্পর্কে জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

১. Community Health Assistance পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স উত্তীর্ণ প্রার্থীরা করতে পারবেন আবেদন।

২. Medical Social Worker পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার সাথে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং MS Office প্যাকেজের বিভিন্ন সফটওয়ারে কাজের সক্ষমতা থাকতে হবে।

আরও পড়ুন👉: India Post Office Recruitment 2024: সরাসরি ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ চলছে! এই দিন পর্যন্তই আবেদন করতে পারবেন

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: ICDS অঙ্গনওয়াড়ি প্রচুর চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন