DA News: বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের! কি ঘোষণা মোদী সরকারের?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) 7th Pay Commission DA News: নরেন্দ্র মোদি (Narendra Modi) কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) অধীনে কর্মরত কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে বড়সড়ো ঘোষণা করতে পারেন। উক্ত ঘোষণায় মহার্ঘ ভাতার (DA) ত্রাণ ৮% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হোলি উৎসবের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারীদের উপহার স্বরূপ কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফ থেকে এই ঘোষণা করা হতে পারে। নির্বাচনের পূর্বেই সরকারি কর্মচারীদের জন্য বৃহস্পতিবার অর্থাৎ আজ এই সিদ্ধান্তটি গৃহীত হতে পারে। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা হতে পারে এটি।

৪ শতাংশ বৃদ্ধি হতে পারে DA:

(২/৫) বিজনেস টুডে টিভির একটি প্রতিবেদনে উল্লেখিত হয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ কেন্দ্রীয় কর্মচারীদের DA ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যদিও এর পূর্বে ২০২৩ সালের অক্টোবর মাসে কর্মচারীদের DA বা মহার্ঘ্য ভাতার পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করে ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশ করা হয়। উক্ত প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান যে, ২০২৩ সালের ১ জুলাই থেকে ধার্য হবে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ও কিস্তির অতিরিক্ত অর্থ। যদিও এটি করা হয় কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী।

DA ৫০ শতাংশ হলে বৃদ্ধি পাবে HRA:

(৩/৫) উক্ত প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার (Government of India) যদি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করে তবে কর্মচারীদের DA-এর পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশ। যদি এটি বাস্তবায়িত হয় তবে কেন্দ্রীয় কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা (HRA), শিশু শিক্ষা ভাতা এবং পরিবহন ভাতা পরিমান বাড়বে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন প্রায় ৪৮.৬৭ লক্ষ কর্মী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশন হোল্ডাররা। যদিও এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি।

CPI-IW ১২ মাসে অতিক্রম করেছে ৩৯২:

(৪/৫) সরকারের তরফ থেকে বছরে দুবার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। সরকারের তরফ থেকে দেশব্যাপী CPI-IW-এর উপর নির্ভর করে DA-DR বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহিত হয়। একটি সমীক্ষা অনুযায়ী, শিল্প শ্রমিকদের জন্য ১২ মাসে গড়ে CPI-IW পরিমাণ ৩৯২.৮৩ এবং মহার্ঘ ভাতা মূল বেতন ৫০.২৬ শতাংশ আসে। প্রাপ্ত সূত্রের খবর অনুযায়ী, এবারও মহার্ঘভাতা ও মহার্ঘ্য ত্রাণ ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হতে পারে ৫০ শতাংশ।

আরও পড়ুন: Dolly Chaiwala: ডলি চাওয়ালা’র মাসে ইনকাম কত জানেন? বিল গেটসকে চা খাইয়ে প্রচুর ভাইরাল ইনি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতন বৃদ্ধির পরিমাণ:

(৫/৫) যদি মহার্ঘ ভাতা বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মীদের বেতনের হিসাব করি তবে দেখা যাবে, যদি কোন কেন্দ্রীয় কর্মচারী ১৮ হাজার টাকা বেসিক বেতন পান তবে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতার পরিমাণ হয় ৮২৮০ টাকা। এবার যদি মহার্ঘভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয় তবে তার পরিমাণ হবে ৯০০০ টাকা। তার মূল বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে ৭২০ টাকা। এবার যদি সর্বাধিক বেসিক বেতনের ভিত্তিতে হিসাব করা যায় তবে দেখা যাবে, একজন কর্মচারী বেসিক বেতন পান ৬৫,৯০০ টাকা এবং বর্তমান মহার্ঘ ভাতার হার অনুযায়ী তিনি পান ২৬,১৭৪ টাকা। এবার যদি বেতনের পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি পায় তবে ডিএর পরিমাণ হবে ২৮,৪৫০ টাকা। তার মূল বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে ২২৭৬ টাকা

আরও পড়ুন: ১১,০৬২ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: Free Electricity: বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ! রইলো আবেদন পদ্ধতি