DA News: বকেয়া DA মিলবে ভোট গণনার আগেই! এবার কতটা? বড় ঘোষণা রাজ্যের
DA News: লোকসভা ভোট আসতে আর বেশি দেরি নেই। তবে জানা গেছে এই ভোটের সম্মুখেই বিশেষ লাভবান হতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ হারে ডিএ (DA) বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের (Central Government) এই সুবিধা পেয়েছে প্রায় কয়েক লক্ষ সরকারি কর্মচারী। ৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি পেয়ে বর্তমানে ডিএ-র পরিমাণ হয়েছে ৫০ শতাংশ। সরকার নির্ধারিত নতুন ডিএ কার্যকর হয়েছে ১ জানুয়ারি, ২০২৪ সাল থেকে।
তবে শুধুমাত্র ডিএ (DA) প্রদান করে ক্ষান্ত নন সরকার, এর সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে একাধিক সুযোগ সুবিধাও। কেন্দ্রীয় সরকারের (Central Government) এই নয়া উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশের একাধিক রাজ্যে ডিএ (DA) বাড়ানো হয়েছে। তবে অন্যান্য রাজ্যে এই খুশির খবর পাওয়া গেলেও বাংলায় এখনো সেরকম কোনো খুশির খবর শোনা যায়নি। আর সেই উদ্দেশ্যেই বাংলার সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছে।
জানা গেছে সরকারের তরফ থেকে আগামী মে মাস থেকে শুরু করে প্রতি মাসে মাসে ‘এরিয়ার’ বা বকেয়া ডিএ’র টাকা প্রদান করা হবে। তবে এই টাকা পাবেন শুধুমাত্র হরিয়ানা (Hariyana) রাজ্যের সরকারি কর্মচারীরা।
হরিয়ানার সরকার নায়াব সিং (Nayab Singh) জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের এই। বছর মার্চ ২০২৪ সালের বেতনের সঙ্গে সঙ্গে তাদের বর্ধিত ডিএ (DA)ও প্রদান করা হবে। এছাড়াও কর্মীদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যে বকেয়া বেতন ছিল তা শোধ করা হবে আগামী মে মাসে।
আরও পড়ুন👉: ৮ লক্ষ টাকার লাভ হবে মহিলাদের! ফায়দা নিতে জেনে নিন কেন্দ্র সরকারের এই স্কিম
শুধু তাই নয় এই সমস্ত সুবিধা ছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর)দেওয়া শুরু হয়েছে চলতি বছর জানুয়ারি মাস থেকে। ২০২৪ সালের এপ্রিল মাসের বকেয়া পেনশন/পারিবারিক পেনশনের পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কর্মীদের যে বকেয়া বেতন বাকি ছিল তা পরিশোধ করা হবে আগামী মে মাসে।
আরও পড়ুন👉: আর টাকার চিন্তা থাকবে না ভবিষ্যতে, LIC-র এই ২টি পলিসি দিচ্ছে বিরাট সুবিধা !
রাজ্যে প্রায় আড়াই লক্ষেরও বেশি সরকারি কর্মচারী বেতন গ্রহণ করছে। সপ্তম বেতন কমিশন অনুসারে এমনটাই জানা গেছে। সরকারের নতুন ঘোষণা অনুসারে প্রায় ২ লক্ষ ৬২ হাজার পেনশনভোগীর ডিএ (DA) বৃদ্ধি পাবে। তাদের দুই মাসের জন্য ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন👉: IPL-এ আসছে নতুন নিয়ম! কোন নিয়ম পরিবর্তন হচ্ছে?
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Jio-এর সবচেয়ে সস্তা প্ল্যান! ১০০ টাকার কমেই পেয়ে যাবেন এইসব সুবিধা