DA News: ফের DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা বাড়বে? জেনে নিন
DA News: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুখবর। সরকারের তরফ থেকে এইবারও মহার্ঘ ভাতা বাড়ানো হবে। পূর্বের ন্যায় এইবারও ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে। তবে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এখনো একটা ব্যবধান থেকেই যাচ্ছে। চলতে বছর জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী মহার্ঘ ভাতা ৫০ শতাংশ করা হয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সঞ্জীবন ভট্টাচার্য জানিয়েছিলেন যে ২০২৪ সালের মে মাস থেকে বর্ধিত ডি এ কার্যকর করা হবে। তাই এই ঘোষণা এখনও বাস্তবায়িত হয়নি। এবছর নতুন অর্থবর্ষ অর্থাৎ মে মাস থেকে সেটি কার্যকর করা হবে বলে জানা গেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা ডিএ কার্যকর হবে নতুন অর্থবর্ষ থেকে থেকে।
নতুন জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের মাধ্যমে ১৪% হারে মহার্ঘ ভাতা পাবে। কিন্তু বর্তমানে তাদের ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। নির্ধারিত সময় পরে ঘোষণা অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান করা হবে।
গত রবিবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবে একটি জনসভা তৈরি হয়েছিল। সেখান থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি জনসভায় উপস্থিত সকলের সামনে বলেন যে, “সরকারি কর্মচারীদেরও (আমরা সাহায্য করেছি)। বাজেটের ঘোষণা অনুযায়ী, তাঁরা আবার চার শতাংশ ডিএ পাবেন। এগুলো সব আগেই বলা হয়েছে। মোদীদের মতো নতুন করে ঘোষণা করছি না আবার।”
আরও পড়ুন👉: Good News! ১০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে আবেদন করলেই! রাজ্য সরকারের নতুন প্রকল্প জেনে নিন
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত বকেয়া ডিএ নিয়ে মামলা দায়ের করা হয়। এই মামলা এখনও পর্যন্ত চলছে। এই মামলার পরবর্তী তারিখ রয়েছে আগামী ১৫ জুলাই। গত ১৮ মার্চ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও ব্যস্ততা ও সময়ের অভাবজনিত কারণে এই মামলার শুনানি হয়নি।
আরও পড়ুন👉: Summer Vacation: এবার স্কুলে এই ২২ দিন থাকবে গরমের ছুটি, ‘বোনাস’ রয়েছে উত্তরবঙ্গের জন্য
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Heat Wave: এই ৫ জেলায় তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি হল! এর থেকে বাঁচতে কী কী করেবন? রইলো বিস্তারিত