DA অতীত! ৬০০০ টাকা করে কর্মীদের দেবে পশ্চিমবঙ্গ সরকার! বিজ্ঞপ্তি জারি নবান্নের
আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর এই নির্বাচনের পূর্বে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। রমজান মাস উপলক্ষে সরকারি কর্মচারীদের দেওয়া হবে উত্সব ভাতা (Ad HOC Bonus)। পশ্চিমবঙ্গ সরকার-এর (Government of West Bengal) অর্থ দফতরের তরফ থেকে ইদের পূর্বেই সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ১৩.২ শতাংশ বৃদ্ধির কথা জানালো।
এর পূর্বে রাজ্যের সরকারি কর্মচারীরা ভাতা হিসেবে পেতেন ৫৩০০ টাকা। তবে এবার সেই ভাতার পরিমাণ বৃদ্ধি করে ৬০০০ টাকা করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর সরকারি কর্মচারীদের ভাতা ৭০০ টাকা বৃদ্ধি করল। যদিও সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা এই ভাতা পাবেন না। গত শুক্রবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের যে সকল সরকারি কর্মচারীদের বেতন ৪২০০০ টাকার নিচে কেবলমাত্র সেই সকল সরকারি কর্মীরাই এই উৎসব ভাতা পাবেন।
পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) পক্ষ থেকে প্রায় প্রতিবছরই সরকারি কর্মচারীদের উৎসব ভাতার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। চলতি বছরেও তার অন্যথা হয়নি। ২০১৭ সালে এ রাজ্যের সরকারি কর্মচারীরা উৎসব ভাতা পেতেন ৩৬০০ টাকা। সম্প্রতি সেই ভাতার পরিমান বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬০০০ টাকা। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল অবধি উৎসব ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৬৭ শতাংশ।
রাজ্য সরকারের তরফ থেকে ২০২৩ সালে সরকারি কর্মীদের উৎসব ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ১০ শতাংশ। এবছর ভাতার পরিমান আরো বেশি বৃদ্ধি করল রাজ্য সরকার। যদিও বর্তমানে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা প্রদান জন্য আন্দোলন করছে সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন👉: Google Pay: গুগল পে থেকে ঘরে বসেই ১৫,০০০ টাকা পাবেন! পদ্ধতি জেনে নিন
রাজ্য সরকারের পক্ষ থেকে চলতি বছর ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ DA বৃদ্ধির কথা জানান। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশের দিন ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়। রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে ১৪ শতাংশ DA প্রদান করা হয়। তবুও রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশই এতে খুশি নন।
রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মীদের তুলনায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৩৬ শতাংশ বেশি DA প্রদান করা হয়। DA বৃদ্ধি নিয়ে আন্দোলনকারী কর্মচারীদের আনদলনের অন্যতম কারণ হল এটি। কেন্দ্রীয় কর্মচারীদের সম পরিমাণ DA আদায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা আরো জোরালো আন্দোলনে ব্রতী হবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন👉: Voter List: নতুন ভোটার তালিকায় বাদ যায়নি তো আপনার নাম? দেখে নিন এই ভাবে