কলকাতা পুলিশের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইলো সরাসরি আবেদনের লিংক
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ২২৫ টি শূন্যপদে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে, 22/07/2013 তারিখের G.O. নং 5859-F(Y) অনুমতি ক্রমে কলকাতা পুলিশে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে করা হবে নিয়োগ। আপনি যদি উক্ত পদের জন্য আগ্রহী ব্যক্তিরা আবেদন জানাতে পারেন।
পদের নাম (Name Of The Post):
কলকাতা পুলিশে (Kolkata Police) অস্থায়ী ও চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator Recruitment) পদে করা হবে কর্মী নিয়োগ।
শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy):
উক্ত পদে ২২৫ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে UR ক্যাটাগরির জন্য বরাদ্দ ১০০ টি আসন। SC ক্যাটাগরির জন্য ৫০ টি, ST ক্যাটাগরির জন্য ১৪টি, OBC-A ক্যাটাগরির জন্য ২২টি, OBC-B ক্যাটাগরির জন্য ১৬টি এবং EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য আসন সংখ্যা ২৩টি।
আবেদন পদ্ধতি (Application Process):
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনে করতে www.kolkatapolice.gov.in লিংকে গিয়ে আবেদন করুন।
আরও পড়ুন👉: Money Making Tips: আপনার ভাগ্য বদলে যাবে বাড়িতেই এই কাজ শুরু করে
মাসিক বেতন (Monthly Salary):
উক্ত পদে নিয়োগের পর প্রার্থীকে প্রতি মাসে ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
আগ্রহী আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন👉:CAA Rules: CAA কীভাবে কার্যকর হবে? নাগরিকত্ব পেতে যে বিষয় জানা জরুরি
অন্যান্য দক্ষতা (Extra Activity):
আবেদনকারীকে অবশ্যই বাংলা পড়তে ও লিখতে জানতে হবে। ডাটা এন্ট্রির জন্য টাইপিং-এ ভালো দক্ষতা থাকা আবশ্যক।
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
আগ্রহী প্রার্থীরা ১৫ মার্চ ২০২৪ থেকে ০৪ এপ্রিল ২০২৪ অবধি আবেদন করতে পারবেন।
N.B
১. আগ্রহী আবেদনকারী প্রার্থীকে অফিসিয়ালি নোটিশটি ভালো ভাবে পড়তে হবে এবং যোগ্যতা সম্পর্কিত সমস্ত নথিগুলি ভালোভাবে দেখে বুঝে আবেদন করতে হবে।
২. আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩. যদি কোনো আবেদনকারী কলা, বিজ্ঞান, বাণিজ্য ইত্যাদি বিভাগে স্নাতক হন তবে সেই প্রার্থীর অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর যদি কোনো আবেদনকারী তথ্য প্রযুক্তিতে স্নাতক হন অর্থাৎ বি.এসসি. কম্পিউটার সায়েন্সে, B.C.A., M.C.A., B.E., B.Tech in Information Technology অথবা Computer Science সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট থাকা আবশ্যক নয়।
৪. আবেদনকারী প্রার্থীকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৫. EWS ক্যাটাগরির প্রার্থীদের ২০২৩-২৪ অর্থবর্ষের সরকার স্বীকৃত আয় এবং সম্পদের শংসাপত্র থাকতে হবে।
৬. আবেদনকারী প্রার্থীদের পাসপোর্ট সাইজ ফটো, নিজের সই (Signature), আধার কার্ড (Aadhaar Card), বার্থ সার্টিফিকেট (Birth Certificate) বা মাধ্যমিক পাস সার্টিফিকেট (Madhyamik Certificate), ভোটার কার্ড (Voter Card), রেশন কার্ড (Ration Card) বা ঠিকানার প্রমাণ হিসাবে অন্য কোনও বৈধ নথি, আয় ও সম্পদের শংসাপত্র, শেষ উত্তীর্ণ পরীক্ষার সার্টিফিকেট এবং কারিগরি যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে।
৭. আবেদনপত্রটি সঠিকভাবে সম্পূর্ণ পূরণ করতে হবে।
৮. আগ্রহী প্রার্থীরা বিনামূল্যে করতে পারবেন আবেদন।
৯. প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের পর একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
১০. আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারে মিনিটে ৩০টা ওয়ার্ড টাইপিং-এর গতি থাকতে হবে।
১১. www.kolkatapolice.gov.in লিংকের মাধ্যমে সকল আবেদন গৃহিত হবে।
১২. আবেদনকারী প্রার্থীদের মধ্যে যারা পরীক্ষায় অংশ গ্রহণ করবেন তাদের TA প্রদান করা হবে না।
আরও পড়ুন👉:Aadhaar Card: বড় ঘোষণা আধার কার্ড নিয়ে! বিপদে পড়ার আগে জেনে নিন
গুরুত্বপূর্ণ লিংক
WhatsApp Group-এ যুক্ত হন👉 | যুক্ত হন |
Direct Apply Link👉 | এখানে দেখুন |
আরও পড়ুন👉: Isha Ambani: মুকেশ অম্বানীর মেয়ে ইশার আম্বানীর বেতন জানলে আকাশ থেকে পড়বেন!