কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ! কারা কী ভাবে আবেদন করবেন?
সামনেই আসছে লোকসভা ভোট। তার পূর্বে রাজ্য সরকারের তরফ থেকে দারুন সুখবর পাওয়া গেল। জানা গেছে এই ভোটের পূর্বেই সমস্ত রাজ্যজুড়ে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করবে নবান্ন। এই মর্মে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। প্রার্থীরা এতে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
পদের নাম
জেলা প্রশাসনের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Prakalpa) অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে (District Project Management Unit) ডাটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
এই চাকরির ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ১ টি।
বয়স সীমা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: Madhyamik Result 2024: মাধ্যমিকের ফলপ্রকাশ শীঘ্রই! রেজাল্ট দেখতে পাবেন এই ভাবে
নিয়োগের স্থান
এই পদে যাদের চাকরি প্রদান করা হবে তাদের উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে ব্যারাকপুর ১ নম্বর ব্লকে নিয়োগ করা হবে।
বেতন
সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে এবং যারা এই পদে চাকরি করবে তাদের মাসিক ১১,০০০ টাকা করে বেতন প্রদান করা হবে।
আরও পড়ুন: ৪ লক্ষ টাকা পাওয়ার সুযোগ এই সরকারি প্রকল্পে ৫০০ টাকা বিনিয়োগ করেই
নির্বাচন প্রক্রিয়া
এই পদে যারা আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা (Written Exam), কম্পিউটার টেস্ট (Computer Test) ও ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া
এই পদে আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে। প্রার্থীরা উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। সেখানে রেজিস্ট্রেশন করে লগইন করার পর আবেদন লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিজের তথ্য দ্বারা ভালোভাবে পূরণ করতে হবে। তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তির নির্দেশ মেনে নিজের প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: Gold Price Today: রোজ কমছে সোনার দাম! এই সুযোগেই কেনাকাটা করার সুযোগ
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনও বিষয়ে স্নাতক পাস হতে হবে। এর সঙ্গে সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের প্রতি মিনিটে ৩০ টি করে শব্দ টাইপ করার দক্ষতা থাকা বাধ্যতামূলক। আর অন্যান্য যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ
এই পদে আবেদনের কাজ শুরু হয়েছে ৭ মার্চ ২০২৪ তারিখ থেকে। আবেদনের কাজ চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: Medicine Alert: ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে, এর কারণ কি বিপদ সংকেত?