Money Making Tips: বাড়িতে এই গাছ রয়েছে? মাত্র তিন মাসেই দ্বিগুণ টাকা হাতে আসবে!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মিষ্টি কুমড়ো সবজি বেশিরভাগ মানুষেরই প্রিয়। এই সবজির চাষ গ্রামবাংলায় বেশি হয়ে থাকে। তবে আপনি চাইলে আপনার বাড়ির মধ্যে এই সবজির চাষ করতে পারেন। তার জন্য অনেক বেশি পরিমাণ জায়গা লাগেনা। মিষ্টি কুমড়ার গাছ হল লতানো জাতীয় উদ্ভিদ। তাই ছাদে এক কোণে একটি টবে এই গাছ লাগিয়ে দিলে মোটামুটি ভালো ফলন পাওয়া যায়।

মাত্র তিন মাস সঠিকভাবে পরিচর্যা করলেই এই গাছ দ্রুত ফলন দিতে শুরু করে। এর পাতা ও ফল দুটোই খাওয়ার উপযোগী। আর তাছাড়া মিষ্টি কুমড়া এমন একটি সবজি যা শরীরে অনেক রোগ নিরাময় করতে সাহায্য করে।  আর মিষ্টি কুমড়ো যদি আপনারও প্রিয় সবজি হয়ে থাকে তাহলে আর দেরি কেন আজই বাড়িতে এই সবজির চাষ শুরু করুন।

মিষ্টি কুমড়া চাষ করার পদ্ধতি

মিষ্টি কুমড়ো কীভাবে চাষ করতে হয় সেই ব্যাপারে একাধিক বিশেষজ্ঞ মত দিয়েছেন। তার মধ্যে কৃষিবিদ ফটিক দেবশর্মা জানান, মিষ্টি কুমড়া চাষ করার জন্য বাজার থেকে এর বীজ কিনে এনে রাতে সেই বীজগুলি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকাল বেলা সেই বীজ মাটির মধ্যে পুঁতে দিতে হবে।

আপনি যদি ছাদে মিষ্টি কুমড়ো লাগাতে চান তাহলে তার জন্য বেশ বড় সাইজের একটি টব নিয়ে তার মধ্যে মাটি ভর্তি করে সেখানে বীজ পুঁতে দিতে হবে। আপনার কাছে যদি টব না থাকে তাহলে তার বিকল্প হিসেবে যেকোনো বড় পাত্র ব্যবহার করতে পারেন। দোআঁশ মাটিতে এর চাষ ভালো হয়। গাছের ভালো ফলনের জন্য তার সঙ্গে গোবর সার মেশাতে হবে।  

চারা গাছ বেরিয়ে গেলে কাজগুলি হালকা ছায়ার মধ্যে রাখতে হবে গাছের দ্রুত ফলনের জন্য প্রতিদিন জলের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে পচা খোল জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এছাড়াও সার হিসেবে রান্নার সবজি ও ডিমের খোল ব্যবহার করতে পারেন। গাছে পোকামাকড়ের উপদ্রব শুরু হলে নিমের তেল স্প্রে করতে পারেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কুমড়ো গাছ যেহেতু লতানো গাছ তাই এর জন্য একটি মাচা তৈরি করতে হবে। এইভাবে ২-৩ মাস সঠিকভাবে গাছের পরিচর্যা করলে গাছের ফলন আস্তে শুরু করবে। আর বাড়ির মধ্যেই মিষ্টি কুমড়ার চাষ করে আপনি খেতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন