Dolly Chaiwala: ডলি চাওয়ালা’র মাসে ইনকাম কত জানেন? বিল গেটসকে চা খাইয়ে প্রচুর ভাইরাল ইনি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Dolly Chaiwala Bill Gates: বর্তমানে সমাজ মাধ্যম জুড়ে অতি চর্চিত নাম হলো ‘ডলি চাওয়ালা’ (Dolly Chaiwala)। মূলত তিনি নাগপুরে একজন চা বিক্রেতা। সম্প্রতি মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠাতা বিল গেটসকে (Bill Gates) চা পরিবেশন করার পর থেকে সমাজ মাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দেন তিনি। এরই মধ্যে আবার সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল হলেন তিনি।

ডলি চাওয়ালা’ (Dolly Chaiwala) তার ইউনিক পদ্ধতিতে চা প্রস্তুতির জন্য রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। বর্তমানে সবার মনে একটি প্রশ্ন হল ডলি চাওয়ালার মাসিক উপার্জন কত?

ডলি চাওয়ালা‘ (Dolly Chaiwala) নামে অতি পরিচিত এই চাওয়ালার আসল নাম হল সুনীল পাটিল। তিনি মহারাষ্ট্রের নাগপুর অঞ্চলে বসবাস করেন। এক দশক সময় ধরে ডলি চাওয়ালা চা বিক্রেতা পেশার সঙ্গে যুক্ত আছেন। ডলি চাওয়ালা ১৯৯৮ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর Instagram-এ ফলোয়ারের সংখ্যা ১১ হাজারেরও অধিক।

ডলি চা ওয়ালা দৈনিক সকাল ৬টা থেকে শুরু করে রাত ৯টা অবধি চা বিক্রি করেন। তাঁর চা স্টলে এক কাপ চায়ের ন্যূনতম দাম ৭ টাকা। টাইপস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ডলি চাওয়ালা দৈনিক ৩৫০ কাপ থেকে ৫০০ কাপ চা বিক্রি করেন।

আরও পড়ুন: ১১,০৬২ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

হিসাব অনুযায়ী চাওয়ালা প্রত্যহ চা বিক্রি করে উপার্জন করেন ৩৫০০ টাকা থেকে ৪০০০ টাকা। আইএমডিবি স্টারস রিপোর্ট অনুযায়ী, ডলি চা ওয়ালার মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকা। কেবলমাত্র এটিই নয়, তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে মাসে হাজার হাজার টাকা উপার্জন করেন।

ডলি চাওয়ালা (Dolly Chawala) বিল গেটসকে চা পরিবেশন করার পর মন্তব্য করেন, “আমার মোটেও ধারণা ছিল না। আমি ভেবেছিলাম তিনি বিদেশ থেকে আসা একজন ব্যক্তি। তাই আমার তাঁকে চা পরিবেশন করা উচিত। পরের দিন আমি যখন নাগপুরে ফিরে যাই, তখন দেখি ‘ আমি কাকে চা পরিবেশন করেছি’’!

আরও পড়ুন: Free Electricity: বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ! রইলো আবেদন পদ্ধতি

ডলি চাওয়ালা আরো জানান যে, “আমি তাঁর (বিল গেটস) সাথে প্রথমে মোটেও কথা বলিনি। তিনি আমার সামনে দাঁড়িয়ে ছিলেন। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম।”

তিনি আরো জানান, ডলি চাওয়ালা অনেক বেশি সাউথ ফিল্ম দেখেন। সিনেমা দেখেই তিনি এই স্টাইল শিখেছেন। ডলি চাওয়ালা ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian President Narendra Modi) চা পরিবেশন করে খাওয়াতে চান।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন