এই ৫ ভুল কখনও করবেন না, নইলে রাতারাতি বন্ধ হয়ে যাবে WhatsApp!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

স্মার্টফোন ব্যবহারকারী এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে যারা হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন না। হোয়াটসঅ্যাপ (WhatsApp) মানুষের একাধিক কাজে কর্মে ব্যবহৃত হয়ে থাকে। দৈনন্দিন  চ্যাট থেকে শুরু করে ভিডিও কল, মেসেজ, ফটো শেয়ার ভিডিও শেয়ার সহ একাধিক কাজ এখানে হয়ে থাকে।

ভারতে হোয়াটসঅ্যাপের কয়েকশো কোটি গ্রাহক রয়েছে এর পাশাপাশি সমগ্র বিশ্বের অনেক মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকে। তবে এই অ্যাপ সবাই ব্যবহার করলেও অনেকেই হয়তো জানেন না যে সামান্য ভুল থেকে সারা জীবনের জন্য WhatsApp ফোন থেকে উড়ে যেতে পারে। অনেক সময় মানুষ এমন কাণ্ড করে বসেন যে এগুলোর ফলে WhatsApp-এর নীতি বিরুদ্ধে কাজ করা হয় আর তার জন্য অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে যে সব কাজগুলোর নিয়মবিরুদ্ধ সেই কাজগুলোর ব্যাপারে আজকে আমরা আপনাদের অবগত করাবো। নিম্নে সেগুলি উল্লেখ করা হলো-

১)  কেউ যদি হোয়াটসঅ্যাপ (whatsapp) চালানোর জন্য কোন তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে তবে এর জন্য কোম্পানি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জিবি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ প্লাস এবং হোয়াটসঅ্যাপ ডেল্টার মতো একাধিক অ্যাপগুলি এখন অনেকের ব্যবহার করে থাকে কিন্তু এসব অ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ।

২) কেউ যদি অন্য কারো তথ্য ব্যবহার করে হোয়াটসঅ্যাপ (whatsapp) অ্যাকাউন্ট তৈরি করে এবং কোম্পানি এই বিষয়টি সম্পর্কে জেনে যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অন্য কারো তথ্য ব্যবহার করে (হোয়াটসঅ্যাপ) WhatsApp তৈরি করাএকেবারেই যাবে না। নিজের তথ্য ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৪) কোন অপরিচিত ব্যক্তিকে বারবার মেসেজ পাঠানো WhatsApp-এর নিয়ম বিরুদ্ধে একটি কাজ। আপনার কন্টাক্ট লিস্টে নেই এমন কাউকে একাধিকবার মেসেজ করা যাবে না। এমন যদি কেউ করে থাকে তাহলে তার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে।

৪) একাধিক মানুষ যদি কারো অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। এই ধরনের অ্যাকাউন্টগুলিকে হোয়াটসঅ্যাপ জাল এবং স্প্যাম বার্তা ছড়ানো হিসাবে গণ্য করে তাই সেরকমভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করে।

৫) হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কেউ যদি অশ্লীল বিষয়বস্তু বা হুমকিমূলক, নিষিদ্ধ এই ধরনের বার্তা তবে তার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হতে পারে। এগুলি হলো হোয়াটসঅ্যাপের নিয়মবিরুদ্ধ কাজ আর এই কাজ কেউ করে থাকলে তার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে।

যদি কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে কি করনীয়?

অনেকের নির্দিষ্ট কোন কারণ না থাকা সত্ত্বেও একাধিক সময়ে এমনিই বন্ধ হয়ে যায়।  তবে এ হোয়াটসঅ্যাপ পুনরায় চালু করা যেতে পারে তার জন্য  পুনরায় whatsapp চালু করার জন্য অনুরোধ করতে হয়।

হোয়াটসঅ্যাপ পুনরায় চালু করার জন্য প্রথমে এই অ্যাপে যাওয়ার পর রিকোয়েস্ট এ রিভিউ অপশনে যেতে হয়। এতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেক করার পর পরে অনুরোধ গ্রহণযোগ্য হলে একাউন্ট ফিরিয়ে দেয়।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন