Money Investment: ২৫ দিনেই টাকা ডবল! রাতারাতি কোটিপতি এই ৬ মাল্টিব্যাগারে টাকা ইনভেস্ট করেই
Money Investment: মাত্র ২৫ দিনে হবে টাকা দ্বিগুণ (Money Double)! বর্তমানে শেয়ার মার্কেটে ৬টি স্টকে বিনিয়োগ করেই প্রচুর লাভবান হয়েছেন বিনিয়োগ কারীরা। যে স্টকগুলিতে অর্থ বিনিয়োগ করে অধিক সংখ্যক লাভ হয়েছে সেগুলি সবই স্মলক্যাপ। উক্ত স্টক গুলিতে বিনিয়োগ করে ১৪৪ শতাংশ অবধি টাকা ফেরত পেয়েছেন বহু বিনিয়োগকারীরা।
কমপক্ষে ৫০০ কোটি টাকার বাজেট আছে এমন ৬টি সংস্থার শেয়ার ২৫ সেশনেই টাকা দ্বিগুণ হারে প্রদান করছে। খবর অনুযায়ী ২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি অবধি ২৫ টি ট্রেডিং সেশনে ভিএল ই-গভর্ন্যান্স অ্যান্ড আইটি সলিউশনস, ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার, আর্টেমিস ইলেকট্রিক্যালস অ্যান্ড প্রোজেক্টস, আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস, এসার শিপিং এবং পিসি জুয়েলারের শেয়ার ইনভেস্টারদের কমপক্ষে ১০০ শতাংশ টাকা ফেরত দেওয়া হয়েছে।
VL ই-গভর্ন্যান্স এবং আইটি সলিউশনের (VL E Governance and RT Solution)
উক্ত কোম্পানিটি ইনভেস্টারদের (Investor) মাত্র ২৫ দিনে ১৪৪ শতাংশ ফেরত দিয়েছে। LIC সংস্থার কাছে এই স্মলক্যাপ কোম্পানির ৬ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে। মাত্র কিছু মাস আগেই এই সংস্থাটি মূল কোম্পানি Vakrangee Ltd থেকে আলাদা অর্থাৎ স্বতন্ত্র হয়েছে। উক্ত কোম্পানিটির বর্তমান লক্ষ্য সেমিকন্ডাক্টরের ডিজাইনিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা।
ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার
স্মলক্যাপ (Small Cap) আওতাভুক্ত এই কোম্পানিটি সময়ের মধ্যে প্রায় ১৪০ শতাংশ ফেরত দিয়েছে। সংস্থার পক্ষ থেকে গত এক বছরে ৩বার এই পরিমাণ অর্থ ফেরত দেওয়া হয়েছে। গত ডিসেম্বর মাসে মুকুল মহাবীর আগারওয়াল নামক এক ইনভেস্টার মুম্বায়ের অবস্থিত কোম্পানির ৩৪ লক্ষ শেয়ার ক্রয় করেছিলেন। এই সময়ে তিনি ওরিয়েন্টাল রেলের ৫.১২ শতাংশ স্টেকহোল্ডার (Stock Holder) । উক্ত কোম্পানিটি রেলের আসন-সহ শৌচাগারের দরজার মতো জিনিস পত্র বিক্রয় করেন।
আরও পড়ুন: Pan Card: অফলাইনে প্যান কার্ডে নাম পরিবর্তন করতে চান? পদ্ধতি জেনে নিন
আর্টেমিস ইলেকট্রিক্যালস অ্যান্ড প্রজেক্টস (Artemis Electricals and Project)
উক্ত সংস্থাটি LED লাইট এবং ওই সংক্রান্ত পণ্য উৎপাদন করে। উক্ত কোম্পানিতে বিনিয়োগ করে ২৫ দিনে ১২৪ শতাংশ ফেরত পেয়েছেন বিনিয়োগকারীরা।
আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস (INOX Green Energy Service)
২০২২ সালের নভেম্বর মাসে আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেসের শেয়ারের মূল্য (Share Price)৬০.৫০ টাকা হয়। উক্ত কোম্পানি শেয়ারের ইস্যুর মূল্য ছিল ৬৫ টাকা। অর্থাৎ কোম্পানির ইস্যু মূল্যের তুলনায় ৭ শতাংশ কমে ধার্য হয় শেয়ারের মূল্য। তবে ২০২৩ সালে কম্পানিটি শেয়ার মূল্য পুনরায় বৃদ্ধি পায় বর্তমানে কোম্পানিটি শেয়ার মূল্য (Share Price) প্রায় তিনগুণ অবধি বৃদ্ধি পেয়েছে। উক্ত কোম্পানিটি ২৫ দিনে ১১০ শতাংশ ফেরত দিয়েছে।
এসসার শিপিং (SSR Shipping)
উক্ত কোম্পানিটি একটি স্মল কোম্পানি। এই কোম্পানিটির বাজার গত বাজেট মাত্র ৭০০ কোটি টাকা। তা সত্ত্বেও কোম্পানিটির শেয়ার দ্বিগুণের বেশি রিটার্ন দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, ২৫ সেশানে স্টকটি ১০৩ শতাংশ বেড়েছে।
পিসি জুয়েলার (PC Jewellers)
দিল্লিতে অবস্থিত উক্ত কোম্পানিটি ইনভেস্টারদের অর্থ ডাবল করে দিচ্ছে। ২৫টি ট্রেডিং সেশনে(25 Trading Session) উক্ত কোম্পানিটি ইনভেস্টারদের (Investor) টাকা ১০১ শতাংশ বাড়িয়ে দিয়েছে।