Business Idea: ৮০ হাজার টাকা মাসে কামাবেন এই ব্যবসা শুরু করে! ভারতীয় রেল দিচ্ছে দারুণ সুযোগ
(১/৭) Business Idea: বর্তমানে একাধিক মানুষের চাকরির বদলে ব্যবসার (Business) দিকে ঝোঁকার প্রবণতা দেখা যাচ্ছে। আপনিও যদি ব্যবসা করার কথা ভাবেন তবে ভারতীয় রেল (Indian Railways)-এর তরফ থেকে দেওয়া হচ্ছে অর্থ উপার্জন করার দারুন সুযোগ। আপনি ভারতীয় রেলওয়ে কর্তৃক প্রদত্ত এই ব্যবস্থার মাধ্যমে উপার্জন করতে পারবেন মাসে ৮০,০০০ টাকা অবধি। আজকের এই প্রতিবেদনে জেনে নিন উক্ত বিজনেস আইডিয়া (Business Idea) সম্পর্কে।
(২/৭) আপনি যদি ভারতীয় রেল ব্যবস্থার তরফ থেকে প্রদত্ত এই সুবিধাটি নিতে চান তবে আপনি প্রথমে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর ওয়েবসাইটে যান। তারপর সেখান থেকে এজেন্ট-এর জন্য আবেদন করুন। IRCTC হল ভারতীয় ট্রেন ব্যবস্থা। যার দ্বারা আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই টিকিট কাটা সহ অন্যান্য সুবিধা পেতে পারবেন। উক্ত ব্যবসাটি কিভাবে করবেন সেই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানুন।
(৩/৭) আপনি IRCTC-এর মাধ্যমে প্রতি মাসে উপার্জন করতে পারবেন বেশ অংকের অর্থ। তবে আপনি এই পরিমাণ অর্থ বাড়িতে বসেই উপার্জন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে হতে হবে একজন টিকিট এজেন্ট। রেলওয়ে কাউন্টারে ক্লার্করা যেমন টিকিট কাটেন আপনিও তেমন টিকিট কেটেই করতে পারবেন উপার্জন। তবে টিকিট কাটতে এবং এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে আপনাকে যেতে হবে IRCTC-এর ওয়েবসাইটে।
(৪/৭) আপনার আবেদনটি গ্রহণযোগ্য হলে আপনি একজন টিকিট বুকিং এজেন্ট হতে পারবেন। একবার আপনি এজেন্ট হয়ে গেলেই সমস্ত ধরনের ট্রেনের টিকিট সহজেই কাটতে পারবেন। TATKAL, RAC ছাড়াও আরও অন্যান্য ট্রেনের টিকিটও আপনি কাটতে পারবেন। IRCTC-এর অনুমোদিত একজন টিকিট বুকিং এজেন্ট (Ticket Agent) হতে পারলেই আপনি পাবেন মোটা টাকার কমিশন।
আরও পড়ুন: বিনামূল্যে আর ব্যবহার করা যাবে না WhatsApp! খরচ করতে হবে কমপক্ষে ১৩০ টাকা, জানুন বিস্তারিত
কত টাকা করে পাবেন কমিশন?
(৫/৭) আপনি IRCTC-এর অনুমোদন প্রাপ্ত একজন এজেন্ট হওয়ার পর আপনি যদি নন-এসি কোচের ট্রেনের টিকিট কাটেন তবে আপনি টিকিট পিছু ২০ টাকা করে কমিশন পাবেন। এবার আপনি যদি এসি ক্লাসের ট্রেনের টিকিট কাটেন তবে আপনি টিকিট পিছু ৪০ টাকা করে কমিশন পাবেন। টিকিটের মূল্যের এক শতাংশ এজেন্টরা পায়।
আরও পড়ুন: LIC Policy: খুলে যাবে ভাগ্যের দ্বার! ২৯ টাকা ৪ লক্ষ টাকা হয়ে ফিরবে LIC-এর এই পলিসিতে
শর্তাবলী:
(৬/৭) আপনি যদি IRCTC-এর একজন এজেন্ট (Ticket Agent) হতে চান তবে আপনাকে বছরে ৩৯৯৯ টাকা ফি ভারতীয় রেল বিভাগকে দিতে হবে। আপনি যদি ২ বছরের জন্য এজেন্ট হিসেবে নিযুক্ত থাকতে চান তবে আপনাকে ৬৯৯৯ টাকা প্রদান করতে হবে।
আরও পড়ুন: মাত্র ৫,৪৯৯ টাকায় এই ফোন দিচ্ছে Redmi, কোথায় পাবেন জেনে নিন
(৭/৭) তবে এজেন্ট হিসেবে আপনাকে মাসে ১০০ টি কাটার জন্য মাসে টিকিট (Ticket) পিছু ১০ টাকা করে মূল্য ভারতীয় রেল (Indian Railways) বিভাগকে দিতে হবে। আপনি যদি ১০১ টি থেকে ৩০০ টি টিকিট কাটতে চান তবে আপনাকে টিকিট পিছু ৮ টাকা করে। ৩০০ টির বেশি টিকিট কাটার জন্য আপনাকে দিতে হবে টিকিট পিছু ৫ টাকা।