Google Pay: প্রতিদিন ২০০০ টাকা করে আয় করুন গুগল পে থেকে! জেনে নিন কী ভাবে
Earn Money from Google Pay: বর্তমানে এই প্রযুক্তির যুগে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রায় সকল কাজ সম্পন্ন হচ্ছে। উক্ত অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ (Mobile Recharge) থেকে শুরু করে ইলেট্রিক বিল (Electric Bill), ডিটিএইচ রিচার্জ (DTH Recharge), EMI জমা, অন্যান্য বিল জমা এবং অন্যত্র অর্থ পাঠানোর (Money Transfer) হয়েছে সহজ।
এই সকল কাজ গুলি ছাড়াও উক্ত অ্যাপগুলির মাধ্যমে আপনি করতে পারবেন অর্থ উপার্জন। আজকের এই প্রতিবেদনে আপনাকে জানাবো অনলাইন একটি অ্যাপ সম্পর্কে যার মাধ্যমে উক্ত কাজ গুলি করা ছাড়াও প্রত্যহ উপার্জন করতে পারবেন ২,০০০ টাকা অবধি। অ্যাপটির নাম হল Google Pay।
Google Pay অ্যাপের দ্বারা খুব সহজেই বাড়িতে বসেই প্রত্যহ দুটি সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি ৫০০ টাকা থেকে ২০০০ টাকা অবধি ইনকাম করতে পারবেন। উক্ত অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করার প্রথম পদ্ধতি হল Google Pay অ্যাপ রেফারেল করা।
আর দ্বিতীয় পদ্ধতিটি হল Google Pay অ্যাপ ক্যাশব্যাক অফার (Cashback Offer)। ইতিমধ্যে হয়তো একাধিক মানুষ উক্ত অ্যাপে এই পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করেছেন। তবে এমনও মানুষ রয়েছে যারা জানেন না এই অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয়।
আরও পড়ুন: Post Office Scheme: টাকা ডবল হবে কয়েক মাসেই পোস্ট অফিসের এই স্কিমে
Google Pay রেফারেল কোড ফর্মের মাধ্যমে টাকা উপার্জন করুন (Google Pay Earning Tricks):
আপনি যদি ২০২৪ সালে Google Pay-এর তরফ থেকে ১০১ টাকার ক্যাশব্যাক পেতে চান তবে আপনাকে আপনার ব্যবহৃত Google Pay-এর লিংক (Google Pay App Link) অন্য কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে হবে। তবে কখনো কখনো গুগল পে-র (Google Pay) তরফ থেকে ২০১ টাকা ক্যাশব্যাকও (Cashback) প্রদান করা হয়।
আরও পড়ুন: Aadhaar Card Lock: আধার কার্ড লক থাকলেও কি প্রতারণার ঝুঁকি রয়েছে? না জানলে পস্তাবেন
তবে এই ক্যাশব্যাকটি আপনি পাবেন যখন আপনি যে ব্যক্তিকে লিংকটি শেয়ার করেছেন সেই ব্যক্তি উক্ত লিংকের মাধ্যমে গুগল পে অ্যাপটি (Google Pay) ডাউনলোড করে তার নিজস্ব একটি অ্যাকাউন্ট তৈরি করে এবং সেই অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন করে (Money Transfer)। Google pay থেকে পাওয়া অর্থ আপনার অ্যাকাউন্টে জমা হবে।
আপনি যে ব্যক্তিকে লিংকটি শেয়ার করেছেন সেই ব্যক্তি যদি কোন অর্থ লেনদেন করতে আগ্রহী না থাকে তবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে উক্ত ব্যক্তির সাথে ২০০ টাকা লেনদেন করলেই পেয়ে যাবেন ১০১ টাকা থেকে ২০১ টাকা অবধি ক্যাশব্যাক (Cashback)। এই পদ্ধতি অবলম্বন করে আপনি যদি আপনার অ্যাপের লিঙ্কটি ৫ জন ব্যক্তির সঙ্গে শেয়ার করেন তবে আপনি উপার্জন করতে পারবেন ৫০০ টাকা থেকে ১০০০ টাকা।
Google Pay ক্যাশব্যাক অফারের মাধ্যমে অর্থ উপার্জন (Google Pay Earning Tricks):
বর্তমানে অধিকাংশ ব্যক্তি ঘরে বসে অধিকাংশ কাজ করতে পছন্দ করেন। বিদ্যুৎ বিল (Eletric Bill) থেকে জলের বিল (Water Bill),ডিটিএইচ (DTH Recharge), অথবা কেবিল টিভি রিচার্জ (Cable TV Recharge), মোবাইল রিচার্জ (Mobile Recharge), ব্রডব্র্যান্ড (Brodband), অথবা ল্যান্ডলিন রিচার্জ (Landline Recharge), গ্যাস সিলিন্ডার বুকিং (Gas Cylinder Booking) অর্থ ট্রানজাকশন (Money Transfer) সকল কাজই প্রায় অধিকাংশ মানুষ ব্যবহার করে থাকেন Google Pay অ্যাপ। উক্ত কাজগুলি সম্পুর্ন করার সময় Google Pay-এর তরফ থেকে প্রদান করা হয় ক্যাশব্যাক(Cashback) বা কুপন যার মাধ্যমে আপনি আরো বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
গুগল পে অ্যাপ ডাউনলোড পদ্ধতি?
১. Google Pay অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি Google Play Store-এ যান।
২. Google Play Store গিয়ে Google Pay App লিখে সার্চ করুন।
৩. তারপর Google Pay অ্যাপটি Download বা Install অপশনে প্রেস করতে হবে।
৪. এর পরই Google Pay অ্যাপটি আপনার ফোনের ইনস্টল হয়ে যাবে।