রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফের মুখ খুললেন, কী জানালেন তিনি?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই সময় আদালতে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলা চলছে। তবে এরই মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) নতুন একটি তথ্য দিলেন। তার মতে, “স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে বদ্ধপরিকর পরিবার রাজ্য।” তিনি আরও বলেন যে, এখন তারা শুধুমাত্র আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

শিক্ষক নিয়োগ নিয়ে যে কঠিন জট পাকিয়েছে তার একটি সুরাহা করার জন্য এসএলএসটি (SLST) চাকরি প্রার্থীদের নিয়ে তিনি একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু এরপরেই নিষ্পত্তি করা যায়নি। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আদালতের নির্দেশ পেলেই এই জট কাটানো যাবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose) জানান, “আমরা কিছুদিন আগেই প্রায় দশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছি। যদিও সেটা নিয়ে মিডিয়ায় তেমন আলোচনা হচ্ছে না। আসলে নিয়োগটি হয়েছিল একেবারেই স্বচ্ছ। তাছাড়া ভোট মিটলেই আমরা আরও ২০০০ শুন্য পদে নিয়োগের জন্য প্রাথমিকের প্যানেল ছাড়বো। আর এসএসসির ক্ষেত্রে আমার মনে হয় আদালত খুব তাড়াতাড়ি রায় দিবে। জটও খুব তাড়াতাড়ি খুলে যাবে। বিচারপতি দেবাংশু বসাক দ্রুত রায় দিয়ে দেবেন।”

নিয়োগের বিষয়টি ছাড়াও শিক্ষা মন্ত্রী দুর্নীতির বিষয়ে জানান যে, “আমি যেটা বলতে পারি তা হল, এস এস সি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃত কোনও দুর্নীতি করেননি আর ভবিষ্যতে করবেও না। বিরোধীরা কেবল পিছনে কথা বলছেন। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চায়। আমি বলতে পারি নিয়োগে আর কোনও প্রশ্ন উঠবে না। শিক্ষায় আর দুর্নীতি হবে না।”

আরও পড়ুন👉: Post Office Schemes: প্রতি মাসে ২০,৫০০ টাকা করে পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এর কিছুদিন পূর্বে তিনি আরও বলেছিলেন যে, “এস এস সির সঙ্গে দীর্ঘ মিটিং করেছি। আদালত নির্দেশের পর আমরা সাতদিনের মধ্যে পারবো। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই দালাল আছেন। এরা কেউ যোগ্য নয় চাকরি পাওয়ার।”

আদালতে এখনোও নিয়োগ নিয়ে একাধিক মামলা চলছে। এই মামলাগুলোর নিষ্পত্তি এখনোও হয়নি। এরই মধ্যে SLST-এর চাকরি প্রার্থীরা নিয়োগের দাবী জানিয়ে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের এই নিয়োগ নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। কিন্তু নিয়োগ এখনও হয়নি।

SLST চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose)। এছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddharth Majumdar), শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain), এবং কুনাল ঘোষ (Kunal Ghosh)। এই বৈঠক হয়েছিল বিকাশ ভবনে

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন