ফোনে গোপনে কী কী সার্চ করছেন তা ফাঁস করবে Facebook! রইল বন্ধ করার উপায়

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Facebook Link History: সম্প্রতি ফেসবুকে (Facebook) একটি নতুন ফিচার চালু হয়েছে এতে আপনি আপনার ফোনে গোপনে কি সার্চ করছেন তার প্রমাণ থেকে যাবে। নতুন চালু হওয়া এই ফিচারটির নাম হলো Link History সেটিং। এই ফিচারের মূল কাজ হল গত ৩০ দিনে ফোন ব্যবহারকারী যে সমস্ত ওয়েবসাইট পরিদর্শন করেছেন তার হিসেব রাখবে।

iOS এবং Android উভয় ফোনে এই ফিচারটি রয়েছে। এরা ডিফল্ট হিসেবে চালু করা হলেও কোনো ব্যবহার করি চাইলে এটি নিজের ইচ্ছে মত বন্ধ করতে পারে। যারা ফেসবুক (Facebook) ব্যবহার করে তারা একটি ইন-অ্যাপ পপ-আপ-এর মাধ্যমে এই বিশেষ ফিচার সম্পর্কে অবগত হতে পারবে। আর এখানে সেটিংসটি পরিবর্তন বা বন্ধ করার সুযোগ পাবেন সবাই।

এই Link History Facebook সাপোর্ট পেজ-এ চালু করা হয়েছে। এটির মূল কাজ হল ফেসবুক ব্যবহারকারী তার ব্রাউজারে কোন কোন ওয়েবসাইট গুলি ভিজিট করছে তার তালিকা প্রস্তুত করা। তবে ফেসবুকের তরফ থেকে এটা জানানো হয়েছে যে এই সেটিং মেসেঞ্জারের চ্যাটে দেখানো লিংকগুলি অ্যাড করবে না। এ ব্যাপারে পেজ থেকে বলা হয়েছে, “আপনি যেকোনও সময় Link History চালু করতে বা বন্ধ করতে পারেন। যখন এটি চালু থাকে, তখন Facebook-এর ভিতরে ট্যাপ করা যেকোনও লিঙ্ক ৩০ দিনের জন্য সংরক্ষণ করা হবে।”

নতুন এ ফিচারটি ইতিমধ্যে অনেকের ফোনে আসা শুরু করেছে। অনেকের ফোনে  Facebook অ্যাপ-এ পপ-আপ আসা শুরু হয়েছে। এই ইন-অ্যাপ প্রম্পটে লেখা আছে ‘Never lose a link again’।

তবে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের গোপনীয়তা কিভাবে বজায় রাখবে এই নিয়ে অনেক উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এই Link History টগল-টি ব্যবহারকারীর সমস্ত পদক্ষেপের দিকে নজর রাখবে। আর ফেসবুক এই ব্যাপারে জানিয়েছে যে এখান থেকে যে বিজ্ঞাপনগুলি আসবে এই তথ্যগুলি ব্যবহার করা হতে পারে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: Job offers: এই চাকরিতে ঘন্টায় ১২০০ টাকা রোজগার! সাথে খাবার সহ ইন্টারনেটের সুবিধাও

তবে ইউজাররা চাইলে যে কোন সময় এই Link History সেটিংস বন্ধ করতে পারে।  নিম্নে সেই পদ্ধতি বলে দেওয়া হলো-

  • এর জন্য প্রথমে Facebook-এ গিয়ে যেকোনও লিঙ্ক খুলতে হবে।
  • তারপরে, নিচের ডানদিকে তিন-বিন্দু দেখা যাবে সেই মেনুতে আলতো চেপে Browser settings অফসানটি বেছে নিতে হবে।
  • এরপর এই সেটিংস বন্ধ করে দিলেই অবিলম্বে সমস্ত Link History মুছে যাবে। তবে সম্পূর্ণ রূপে মুছে যাওয়ার জন্য ৯০ দিন সময় লাগতে পারে।

ফেসবুকের (Facebook) মত Instagram-এও এই ফিচার ইতিমধ্যেই রয়েছে। এই নিয়ে গত মাসেই, Facebook একটি দাবী করেছিল। মেসেঞ্জার অ্যাপে যেনো সমস্ত চ্যাট এবং কল ডিফল্ট ভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন করা হবে। মেসেঞ্জার অ্যাপের ক্ষেত্রে এই দাবী করা হয়েছিল।

আরও পড়ুন: Gold Price Today: দারুণ সুযোগ ক্রেতাদের জন্য! লক্ষ্মীবারেও বাড়লো না সোনার দাম

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন