এই দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢুকবে! জানাল পশ্চিমবঙ্গ সরকার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) পশ্চিমবঙ্গ রাজ্যের (Government Of West Bengal) মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পর একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এই প্রকল্প গুলোর মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar)।

(২/৭) রাজ্যের মহিলাদের জন্য চালু করা এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা উপকৃত হয়েছে। এই প্রকল্পের দ্বারা দেশের মহিলারা মাসিক ৫০০ টাকা করে অনুদান পায়। তবে সম্প্রতি এই ৫০০ টাকার অনুদান বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। যা রাজ্যের সাধারণ মহিলাদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর।

(৩/৭) সামনে আসছে লোকসভা ভোট আর তার আগেই যে মানুষের মন জয় করার জন্য এই জনকল্যাণমূলক কাজগুলি সরকার করছে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রায় দুই কোটি মহিলা সুবিধা পাচ্ছেন।

(৪/৭) নতুন ঘোষণার পর থেকে বাংলার সাধারণ ক্যাটাগরির মহিলারা এখন ৫০০ টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাবে আর যারা তফসিলি জাতি / উপজাতি বিভাগের মহিলা রয়েছেন তারা প্রতি মাসে ১,২০০ টাকা করে পাবেন। রাজ্য সরকার (Government Of West Bengal) এই প্রকল্পের জন্য ব্যয় করেছে প্রায় ১১ হাজার কোটি টাকা

(৫/৭) লক্ষীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) টাকা তারা পাই যারা নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের সদস্য। তাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরকার এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্প প্রথম চালু করা হয় ২০২১ সালের আগস্ট মাসে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৬/৭) এই প্রকল্পের নতুন ঘোষণার পর থেকে সকলের মনে একটাই প্রশ্ন উঠছে যে স্বঘোষিত প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? গত বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান যে রাজ্য সরকার এ প্রকল্পের জন্য আবার নতুন করে ১,২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

(৭/৭) এখন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মোট ২ কোটি ১১ লক্ষ মহিলা উপকৃত হবেন। সরকারের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Prakalpa) প্রকল্পের টাকা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে। আর আবেদনকারীরা মে মাস থেকে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন