১০ লাখ টাকা পাবেন ১ টাকার এই কয়েন বিক্রি করে! পদ্ধতি জেনে নিন
Old 1 Rupees Coin: আপনার কাছে যদি পুরনো আমলের কোনো নোট বা কয়েন থেকে থাকে তাহলে ভুলেও সেগুলি ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। বিশেষ করে ব্রিটিশ আমলের নোট অনেক বেশি মূল্যবান। কারণ বিশ্ববাজারে এই নোটগুলি এখন অনেক চড়া দামে বিক্রয় হয়। বাড়িতে বসেই খুব সহজে এইগুলি বিক্রি করে আপনি লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারবেন।
তবে এই নোটগুলি কিভাবে বিক্রি করবেন। সেই ব্যাপারে বিস্তারিত আজ এই প্রতিবেতনে আপনাদের জানাবো। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পুরনো আমলের নোট বা কয়েনগুলি বিশ্ব বাজারে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিক্রি হয়। এক্ষেত্রে আপনার কাছে যদি পুরনো আমলের ১ টাকার একটি কয়েন থাকে তাহলে আপনি সেটি বিক্রয় করে ১০ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
কয়েনের বৈশিষ্ট্য
আপনার কাছে যে পুরনো আমলের কয়েনটি রয়েছে সেটি আপনার থেকে গ্রাহকরা তখনই কিনবে যখন সেই কয়েনের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকে-
১) ১ টাকার কয়েনটি ১৮৮৫ সালে তৈরি হবে।
২) কয়েনের মধ্যে থাকা বৈশিষ্ট্যগুলি স্পষ্ট প্রদর্শিত হবে।
৩) কয়েনটি অবশ্যই ব্রিটিশ আমলের তৈরি হবে।
আরও পড়ুন: ৫ উপায়ে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করুন, রইলো পদ্ধতি
কত টাকায় বিক্রি হয় এই কয়েন?
১৮৮৫ সালে তৈরি এই ১ টাকার একটি কয়েনের বাজার মূল্য নির্ধারিত হয়েছে ১০ লক্ষ টাকা।
আরও পড়ুন: PAN Card Rules: প্যান কার্ডে এই ভুল করলেই জরিমানা! জানিয়ে দিল আয়কর বিভাগ
কোথায় বিক্রি করবেন এই কয়েন?
ব্রিটিশ আমলে তৈরি এই মুদ্রা আপনি বাড়িতে বসে বিক্রয় করতে পারবেন। এর জন্য বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে Quikr নামে একটি ওয়েবসাইটে এই কয়েন বিক্রয় হয়।
আরও পড়ুন: Aadhaar Card: বাতিল হচ্ছে কেন আধার কার্ড? কাদের হচ্ছে? কী করতে হবে? বড় নির্দেশ জারি করলো নবান্ন