Jio Recharge Plans: ১৫০ টাকারও কমেই এই রিচার্জ প্ল্যানে পাবেন ১২টি OTT সাবস্ক্রিপশন!
বর্তমানে ভারতে সর্বাধিক ব্যবহৃত টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। রিলায়েন্স জিও (Reliance jio)-এর কর্ণধার মুকেশ আম্বানি তার টেলিকম সংস্থায় বেশি কিছু চমকপ্রদ প্ল্যান নিয়ে এসেছেন। তবে এমন কিছু আকর্ষণীয় রিচার্জ প্ল্যান (Recharge Plan)ও রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় OTT সাবস্ক্রিপশনের (OTT Subscription) পাশাপাশি রয়েছে আনলিমিটেড কলিং (Unlimited Calling) এবং ইন্টারনেট (Internet) পরিষেবা।
এর মধ্যে প্রকাশিত হয়েছে জিও ইন্টারটেইনমেন্ট প্ল্যানের (Jio Entertainment Plan) নতুন তালিকা। এই নতুন তালিকায় সংযোজিত হয়েছে জিও টিভি প্রিমিয়াম (Jio TV Premium)। এখানে আপনি পেয়ে যাবেন ৪টি রিচার্জ প্ল্যান।
১৪৮ টাকার রিচার্জ প্ল্যান (148 Jio Recharge Plan):
১৪৮ টাকার এই রিচার্জ প্ল্যানের (Recharge Plan) মাধ্যমে আপনি খুব কমে পেয়ে যাবেন OTT সাবস্ক্রিপশন। এরই সঙ্গে পাবেন আনলিমিটেড কল (Unlimited Call) এবং ইন্টারনেট (Internet) পরিষেবা।
ভ্যালিডিটি ডাটা (Validity data):
Jio সংস্থার তরফ থেকে প্রদত্ত এই প্ল্যানে আপনি ভাবে ২৮ দিনের ভ্যালিডিটি। আপনি ২৮ দিনের মধ্যে ১০ জিবি ডাটা পাবেন ব্যবহার করার জন্য এবং এরই সঙ্গে পাবেন ১২ টি OTT সাবস্ক্রিপশন।
আরও পড়ুন: Indian Bank Recruitment 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ! বেশি দিন নেই, রইলো আবেদন পদ্ধতি
এছাড়াও আপনি পাবেন ২৮ দিনের জন্য জিও সিনেমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Jio Cinema Premium Subscription)। তবে এই পরিষেবার জন্য আপনি আপনার মাই জিও অ্যাকাউন্টে (My Jio Account) একটি কুপন পাবেন।
এর আওতায় আপনি পাবেন Suny TV, ZEES, Jio Cinema, প্রিমিয়াম এবং Liongate Play, Discovery+, Sun NXT-এর সাবস্ক্রিপশন। কাঞ্চা ল্যাঙ্কা, প্ল্যানেট, মারাঠি, চৌপাল, ডকুবে, এপিক অন, Hoichoi প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন।
কনটেন্ট অ্যাক্সেস কিভাবে পাবেন?:
আপনি জিও টিভি (Jio TV) অ্যাপের মাধ্যমে উক্ত সমস্ত OTT সাবস্ক্রিপশন পেতে পারবেন। OTT সাবস্ক্রিপশন পাওয়ার জন্য এই রিচার্জ প্ল্যানটি অনেক উপযোগী।
OTT পোর্টফোলিওতে আপনি এরকম আরও ৪টি রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন। এছাড়াও আপনি পাবেন ৩৯৮ টাকা, ১,১৯৮ টাকা, ৪,৪৯৮ টাকার রিচার্জ প্ল্যান গুলি।