Jio-র এই প্ল্যানে ফ্রিতে পেয়ে যাবেন 14 টি OTT সাবস্ক্রিপশন!
Jio কোম্পানির তরফ থেকে একাধিক নিত্যনতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) চালু করা হচ্ছে। পুরাতন রিচার্জ প্ল্যানে নিয়ে আসা হয়েছে একাধিক পরিবর্তন। Jio কোম্পানির তরফ থেকে আবারও একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। আপনি এই নতুন প্ল্যানটির মাধ্যমে যেমন একাধিক সুবিধা পাবেন তেমনই পাবেন OTT সাবস্ক্রিপশনের সুবিধা। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল ডেটা এবং OTT সাবস্ক্রিপশন।
Jio কোম্পানির তরফ থেকে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে কিছু নতুন রিচার্জ প্ল্যান। সেগুলি হল ১৪৮ টাকার, ৩৯৪ টাকার, ১১৯৪ টাকার এবং ৪৪৯৮ টাকার রিচার্জ প্ল্যান। আপনি যদি উক্ত রিচার্জ প্ল্যান গুলির মধ্যে যেকোনো একটি কেনেন তবে আপনি পেয়ে যাবেন OTT সাবস্ক্রিপশন।
1198 টাকার প্ল্যানে কী রয়েছে?
জিও সংস্থার (Jio) ১১৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি (Recharge Plan) ৮৪ দিনের বৈধতা যুক্ত। উক্ত প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং-এর সাথে প্রত্যহ ১০০ টি এসএমএস (SMS)সুবিধা। উক্ত রিচার্জ প্ল্যান এর দ্বারা আপনি প্রত্যহ ২ জিবি ৫জি (2GB 5G) ডেটা বা ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি পাবেন ১৪টি OTT সাবস্ক্রিপশন। এছাড়া উক্ত প্ল্যানের মাধ্যমে আপনি পাবেন Jio TV Premium বা অ্যাপ্লিকেশন। আপনি সর্বত্র অর্থাৎ যে কোন স্থানে লাইভ টিভি দেখতে পাবেন তাও অতিরিক্ত কোনোরকম চার্জ ছাড়া।
14টি OTT সাবস্ক্রিপশনের মধ্যে কি কি রয়েছে?
উক্ত রিচার্জ প্ল্যানে রয়েছে ১৪ টি OTT সাবস্ক্রিপশন। যার মধ্যে রয়েছে Jio TV Premium, Jio Cinema Premium, Disney+Hotstar, Zee5, SonyLIV, prime Video (Mobile), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet মারাঠি, Chaupal, EpicON এবং Kanchcha Lanka। অর্থাৎ আপনি যদি এই প্ল্যানটি রিচার্জ করেন তবে অতিরিক্ত অর্থ খরচ না করেই পেয়ে যাবেন সমস্ত সুবিধা গুলি।
আরও পড়ুন: খুব শীঘ্রই ৫০ হাজার শুন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নোটিশ প্রকাশ! পরবর্তী TET কবে হবে?
কেবলমাত্র Jio কোম্পানি নয়, বর্তমানে একাধিক কোম্পানি গুলি এমন সুবিধা প্রদান করছে। তবে আপনার ফোনে যে কোম্পানির সিম কার্ড (Sim Card) রয়েছে আপনি সেই কোম্পানির বিভিন্ন রিচার্জ প্ল্যান (Recharge Plan) সম্পর্কে সার্চ করে দেখতে পারেন। এতে আপনি এই ধরনের একাধিক রিচার্জ প্লানের সন্ধান পেতে পারেন।