Post Office Schemes: প্রতি মাসে ২০,৫০০ টাকা করে পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, বিস্তারিত জেনে নিন
Post Office Schemes: আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগের জন্য মাসিক কোনো স্কিম খুঁজে থাকেন তাহলে এরকম একাধিক স্কিম রয়েছে। তবে তার মধ্যে জনপ্রিয় ও অন্যতম স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। প্রবীণ নাগরিকদের বৃদ্ধ বয়সে আর্থিক সহায়তা প্রদানে এই স্কিম বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
কেন্দ্রীয় সরকার (Central Government) প্রবীণ নাগরিকদের জন্য এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme) চালু করেছে। আপনি এই স্কিমে নূন্যতম ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আপনি যত বেশি বিনিয়োগ করতে পারবেন তত বেশি রিটার্ন পাবেন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Senior Citizen Savings Scheme) বিনিয়োগ করলে মোটা অর্থপ্রাপ্তির সঙ্গে সঙ্গে আরও একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। যেমন আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে ধারা ৮০সি-র অধীনে কর ছাড় পাবেন।
আপনি যদি কম বয়স থেকে এই স্কিমে বিনিয়োগ করা শুরু করে তাহলে বৃদ্ধ বয়সে বা ৬০ বছর পরে থেকে আপনি শেষ বয়স পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন। অর্থাৎ শেষ বয়সে আপনাকে টাকার জন্য আর ভাবতে হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই স্কিমে বিনিয়োগ করতে পারবে।
কেন্দ্রীয় সরকার (Government of India) বর্তমানে এই স্কিমের উপর ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। আপনি যদি এই স্কিমে একসঙ্গে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি তিন মাস পর পর ১০,২৫০ টাকা উপার্জন করতে পারবেন। এই পরিমাণ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে শুধু মাত্র সুদ থেকে আপনি আয় করতে পারবেন ২ লক্ষ টাকা।
আপনি যত বেশি বিনিয়োগ করতে পারবেন আপনার সুদের পরিমাণও তত বেশি হবে। উদাহরণস্বরূপ যদি আপনি একবারে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে প্রতিবছর আপনি শুধু পাবেন ২,৪৬,০০০ টাকা। মাসে হিসেবে এই পরিমাণ হচ্ছে ২০,৫০০ টাকা। আর তিন মাসের হিসেবে এটি হচ্ছে ৬১,৫০০ টাকা। ৫ বছরের মেয়াদ শেষে আপনি সুদ সহ মোট ফিরে পাবেন ৪২,৩০,০০০ টাকা।
কেন্দ্রীয় সরকারের এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme) অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের উপর সরকার অনেক বেশি সুদের হার নির্ধারণ করেছে। এটি মূলত কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে অর্থ প্রাপ্তি ছাড়াও আরো একাধিক সুবিধা পাবেন।
আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে আপনি ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকার বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ প্রদান করে এই প্রকল্পে। প্রতি তিন মাস অন্তর (এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারি) এই সুদের টাকা পাওয়া যায়।