LIC Scheme: ২৮ লক্ষ টাকা পাবেন LIC-তে প্রতিদিন ২০০ টাকা জমা করেই! দেখে নিন পদ্ধতি
LIC Scheme: LIC সাধারণ মানুষের অর্থ বিনিয়োগের জন্য একাধিক স্কিম চালু করেছে। এই স্কিমগুলি সমস্ত দেশজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং অধিকাংশ মানুষই নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার জন্য এলআইসির একাধিক স্কিম বেছে নেয়। আপনারাও হয়তো এল আই সির (LIC) একাধিক স্কিমের ব্যাপারে জানেন যেখানে বিনিয়োগ করলে বেশ ভালোভাবে লাভবান হওয়া যায়। তবে আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের এমন এক স্কিমের ব্যাপারে জানাবো যা অন্য স্কিমগুলোর থেকে ভিন্ন।
স্কিমের নাম ও বিবরণ
LIC-র এই স্কিমের নাম হলো LIC Jeevan Pragati Plan। দেশের অধিকাংশ মানুষ নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য এই স্কিম বেছে নিয়েছে। এই স্কিমে বিনিয়োগ করলে টাকা নিরাপত্তার সঙ্গে ভালো মুনাফার সহিত ফেরত পাওয়া যায়।
বিনিয়োগের নিয়মাবলী ও বয়সসীমা
আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে ২০ বছরের জন্য এতে বিনিয়োগ করতে হবে। প্রতিমাসে ৬০০০ টাকা করে ও দৈনিক ২০০ টাকা করে এই স্কিমে বিনিয়োগ করতে হয়। ন্যূনতম ১২ বছর বয়স হলেই তারপর থেকে এই স্কিমের বিনিয়োগ করা যেতে পারে। ১২ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত সকল মানুষই এই স্কিমে বিনিয়োগ করতে পারবে।
প্রয়োজনীয় নথি
LIC–র এই টিমে বিনিয়োগ করতে হলে আবেদনকারীর যেসব নথিপত্র থাকতে হবে সেগুলি হল নিম্নরূপ-
১) আধার কার্ড
২) প্যান কার্ড
৩) আবেদনকারীর বৈধ ফোন নম্বর
৪) ব্যাংকের পাস বই
৫) পাসপোর্ট সাইজ ফটো
২৮ লক্ষ টাকা কীভাবে পাবেন?
আরও পড়ুন👉: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি
বিনিয়োগের হিসেব অনুযায়ী যদি আপনি প্রতিদিন ২০০ টাকা করে এই প্রকল্পের বিনিয়োগ করতে থাকেন তাহলে এককালীন আপনি ২৮ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। দৈনিক ২০০ টাকা করে জমা করলে মাস শেষে এই পরিমাণ দাঁড়ায় ৬০০০ টাকা যা বছরের হিসেবে হয় মোট ৭২,০০০ টাকা। আর ২০ বছরের মোট বিনিয়োগ হয় ১৪,৪০,০০০ টাকা। বিনিয়োগ শেষে আপনাকে সুদ ও আসল মিলিয়ে মোট ২৮ লক্ষ টাকা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আপনি যদি জীবন প্রগতি স্কিমের জন্য আবেদন করতে চান তাহলে তার জন্য আপনাকে LIC-র অফিসে যেতে হবে। সেখানে এই প্রকল্পে আবেদনের ব্যাপারে জানালে তারা আপনাকে একটি আবেদন পত্র দেবে সেটি সঠিকভাবে পূরণ করে উপযুক্ত নথি সহকারে জমা করতে হবে।
আরও পড়ুন👉: Holiday: ফের এই দিন স্কুল-কলেজে সরকারি ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করলো সরকার
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Monsoon 2024: বড় খবর আবহাওয়া দফতরের! বর্ষাকাল শুরু কবে থেকে জানিয়ে দিল SKYMATE