৫০,০০০ টাকার লোন পাবেন Aadhaar Card দিয়েই!পদ্ধতি জেনে নিন
Aadhaar Card Loan: অধিকাংশ সময় আমাদের একাধিক কারণে লোন নেওয়ার প্রয়োজন পড়ে। নিজের মন মত লোন খুব কম জায়গা থেকেই পাওয়া যায়। তবে আপনি হয়তো জানেন না যে জরুরী বা হঠাৎ প্রয়োজনে আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন (Loan) নেওয়ার সুবিধা রয়েছে। ব্যক্তিগত লোন পেতে গেলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু আধার কার্ডের মাধ্যমে আপনি যদি লোন গ্রহণ করেন তাহলে খুব কম সময়ে ও সহজেই আপনি তা পেয়ে যাবেন।
এই আধার কার্ডের দ্বারা লোন নিতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে। সেখানে গিয়ে ব্যাংকের কেওয়াইসি, পরিচয় পত্রের নথি ও অন্যান্য নথিপত্র সহযোগে আপনি ঋণ নিতে পারবেন। তবে আপনাকে লোন দেওয়ার আগে ব্যাংক কয়েকটি বিষয় সম্পর্কে নিশ্চিত হবে। সেই গুলিকে আগে সঠিক তথ্যের মাধ্যমে নিশ্চিত করে তবেই আপনি লোন পাবেন।
এই লোন পাওয়ার জন্য খুব বেশি সময় ব্যয় করতে হয় না তবে লোন নেওয়ার আগে আপনাকে নিজের যোগ্যতার যাবতীয় বিবরণ দিতে হবে। আপনার যোগ্যতার বিষয় নির্বাচন করে এবং আর্থিক প্রয়োজন কতটা রয়েছে সেই বিষয়ে পর্যবেক্ষণ করে আপনার লোনের ব্যবস্থা করা হবে।
অনলাইনে এই ঋনের জন্য অ্যাপ্লাই করা যাবে। তার জন্য আপনাকে অনলাইনে কয়েকটি নথি আপলোড করতে হবে। অ্যাপ্লাই করার কয়েক ঘন্টার মধ্যে আপনাকে সমস্ত ঋণের টাকা প্রদান করা হবে।
আরও পড়ুন👉: Big News: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সামনে এলো! জেনে নিন এখনই
কি কি যোগ্যতা লাগবে?
এই ঋণ পেতে গেলে যেসব যোগ্যতা লাগবে সেগুলো নিম্ন রূপ-
১) ঋণের জন্য আবেদনকারী অবশ্যই একজন ভারতীয় নাগরিক হবে।
২) আবেদনকারী একজন বেতনভোগী কর্মচারী বা একজন স্ব-নিযুক্ত ব্যক্তি হবে।
৩) ঋণ গৃহীতার বয়স ও বেতন অনুযায়ী তার ঋনের চাহিদা অবশ্যই ঋণদাতাকে পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আধার কার্ডের মাধ্যমে ঋণ নিতে গেলে যেসব প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলি হল নিম্নরূপ-
১) আধার কার্ড
২) আয়ের প্রমাণ
৩) প্যান কার্ড
৪) ব্যাংকের প্রয়োজনীয় নথি
৫) আবেদন কারীর পাসপোর্ট সাইজ ছবি
কত টাকা পর্যন্ত লোন দেওয়া হবে?
ঋণগৃহীতাকে কত টাকা পর্যন্ত লোন দেওয়া হবে তা তার যোগ্যতার উপর নির্ভর করবে এক্ষেত্রে লোনের পরিমাণ ৫০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন👉: WB Weather Update: ১লা বৈশাখেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামী ৭দিন ধরে বৃষ্টি হবে এই জেলাগুলিতে
সুদের হার
এই লোনের (Loan) ওপর খুব কম পরিমাণে সুদের হার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এর সুদের হার মাত্র ১.৩৩% থেকে শুরু। ঋণের জন্য আবেদন করার পর যদি একবার আপনি নির্বাচিত হয়ে যান তাহলে কয়েক ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমে খুব কম সুদের হারে ও সহজ পদ্ধতিতে আপনি এভাবে ঋণ নিতে পারবেন।
আরও পড়ুন👉: Money Making Tips: AI ব্যবহার করে টাকা উপার্জন করতে চান? এই পদ্ধতি মানলেই মালামাল হবেন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Post Office Scheme: আপনার টাকা ডবল হয়ে যাবে পোস্ট অফিসের এই স্কিমে! কী ভাবে জানুন