LIC Scheme: ১২,০০০ টাকা প্রতি মাসে পাবেন LIC-এর এই স্কিমে, পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

LIC Scheme: আমাদের দেশের অধিকাংশ মধ্যবিত্ত মানুষ নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি খেয়াল রাখেন সেগুলি হল তাদের অর্থ নিরাপদ থাকবে কিনা আর অন্যটি হলো মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে কিনা। আর এসব সাধারন মানুষদের কথা ভেবে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC একাধিক বীমা চালু করে রেখেছে।

যেকোনো বয়সের মানুষের জন্য রয়েছে আলাদা আলাদা স্কিম বা প্রকল্প। বয়স্ক মানুষের জন্য রয়েছে এলআইসি সরল পেনশন যোজনা (LIC Saral Pension Scheme)  এখানে বিনিয়োগ করলে আপনি প্রতিমাসে পেনশনের মত টাকা পাবেন।

এই প্রকল্পের সব থেকে ভালো বিষয়টি হলো এর জন্য প্রতি মাসে মাসে বিনিয়োগ করার কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র একবার বিনিয়োগ করলে নির্দিষ্ট একটি সময়ের পর মাসে মাসে পেনশনের সুবিধা পাওয়া যায়। আপনি যদি LIC-এর সরল পেনশন যোজনায় বিনিয়োগ করেন তাহলে আপনাকে অবসর জীবনের পর টাকা নিয়ে আর ভাবতে হবে না।

যে কোন মানুষ এই যোজনায় বিনিয়োগ করতে পারবে। কেউ যদি সম্প্রতি অবসর গ্রহণ করার পর এই যোজনায় বিনিয়োগ করতে চায় তাহলে সে পিএফ তহবিল থেকে পাওয়া অর্থ অবসর সময় বিনিয়োগ করতে পারবে।

আরও পড়ুন👉: সরাসরি মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এলআইসি-র এই সরল পেনশন যোজনায় বিনিয়োগ করলে আপনি প্রতিমাসে ১২০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।  তবে আপনি পেনশন কত টাকা পাবেন তা আপনার বিনিয়োগের উপর নির্ভর করে। এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমারেখা নেই, আপনি যত ইচ্ছে বিনিয়োগ করতে পারেন।

মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক, বার্ষিক ভিত্তিতে পেনশনের টাকা নেওয়ার সুবিধা রয়েছে। আপনি আপনার সুবিধা মত সেটি গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনি যদি এই স্ক্রিনে অনেক টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে এক বছরের পেনশন একসঙ্গে তুলে নিতে পারেন।

এই দুজনার নিয়োগ অনুযায়ী যদি আপনি ৪২ বছর বয়সে ৩০ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনি পেনশন পাবেন ১২৩৮৮ টাকা

আরও পড়ুন👉: IPL 2024-এর মাঝেই সস্তার প্ল্যান আনলো Jio! ৫৬ দিন পাবেন আনলিমিটেড কল ও ডেটা

সিঙ্গেলযৌথ এই দুই ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে এই যোজনায়। আপনি চাইলে নিজের জন্য সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে তাতে বিনিয়োগ করতে পারেন অথবা আপনার ইচ্ছেমতো স্ত্রীর সঙ্গে যৌথ একাউন্ট খুলতে পারেন।  

এছাড়াও এই স্কিমের একাধিক সুবিধা রয়েছে।  যেমন বিনিয়োগ চলাকালীন যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে তার সমস্ত টাকা নমিনিকে দিয়ে দেওয়া হবে।

এইগুলো তো রয়েছে এর সঙ্গে এই স্কিমে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এলআইসি (LIC) আপনাকে সারা জীবনের জন্য পেনশনের নিশ্চয়তা দেবে। একই সঙ্গে আপনি যেকোনো সময় ঋণ গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন👉: ভোট দেবেন না? এরা ভোট না দিলেই জরিমানা!

তবে এই স্কিমে বিনিয়োগ করার ছয় মাস পরে ঋণের সুবিধা পাওয়া যাবে। বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে এর সুবিধা উপলব্ধ হয় না। এর আরো একটি উল্লেখযোগ্য সুবিধা হল আপনি প্রথমবার যত টাকা পেনশন পাবেন সারাজীবন একই পরিমাণ পেনশন আপনাকে দেওয়া হবে। যদি আপনি এলআইসির এই যোজনায় একাউন্ট খুলতে ইচ্ছুক হন তাহলে LIC-এর মূল অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in-এ যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন👉: ৩৮ হাজার ৩১৫ টাকা বেতনে ব্যাংকে প্রচুর নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: গরমে বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? এই ৫ পদক্ষেপে বিল এক ধাক্কায় কমে যাবে!