ভারতীয় নোট কী দিয়ে তৈরি হয় জানেন? চমকে যাবেন
GkToday: অধিকাংশ মানুষ রয়েছেন যারা নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য প্রায়শই ছোট প্রশ্ন পড়ে থাকেন। এই প্রশ্নগুলি পড়ে নিজেদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অনেকে একাধিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে থাকেন। সে দিক বিবেচনা করে আজকে আমরা এই প্রতিবেদনে অজানা কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলুন সেগুলি জেনে নেওয়া যাক-
১) কোন শহরকে ভারতের রুপোলী শহর বলা হয়?
উত্তরঃ সিলভার সিটি অফ ইন্ডিয়া বা ভারতের রূপোলী শহর বলা হয় ওড়িশার কটক শহরকে।
২) নোংরা গাড়ি রাস্তায় চালানোর জন্য কোন দেশে জরিমানা দিতে হয়?
উত্তরঃ রাশিয়ায়।
৩) কোনটি ভারতের এক নম্বর সরকারি চাকরি?
উত্তরঃ IAS (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস)।
৪) কোন সবজিকে ভারতের জাতীয় সবজি বলা হয়?
উত্তরঃ ভারতীয় কুমড়ো।
আরও পড়ুন👉: বদলি নিয়ে সুখবর! বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের, অনেকেই উপকৃত হবেন
৫) পৃথিবীতে কোন গ্রামে চলাচল করার জন্য কোনরকম রাস্তা নেই?
উত্তরঃ নেদারল্যান্ডের গিয়েথুর্ন নামক একটি গ্রাম রয়েছে সেখানে চলাচল করার জন্য একটিও রাস্তা নেই এখানকার মানুষ জলপথে যাতায়াত করেন।
৬) মানুষের জন্ম থেকে বৃদ্ধ অবস্থায় পর্যন্ত মানবদেহের কোন অংশ বৃদ্ধি পেতে থাকে?
উত্তরঃ নাক ও কান।
৭) Paytm কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ভারত।
৮) কোন ফলের বীজ ফলের বাইরে জন্ম নেয়?
উত্তরঃ স্ট্রবেরি।
৯) পৃথিবী থেকে কোন দেশ প্রথম মহাকাশে মানুষ পাঠিয়েছিল?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন।
১০) কী থেকে ভারতীয় নোট তৈরি হয়?
উত্তরঃ RBI-র দেওয়া তথ্য অনুসারে, ভারতীয় নোট তৈরি হয় সাধারণ তুলা দিয়ে।
আরও পড়ুন👉: রাজ্যের কলেজে Group D কর্মী নিয়োগ চলছে, এই দিন আবেদনের শেষ তারিখ
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: ৩০,০০০ টাকা বেতনে সরাসরি চাকরির সুযোগ! কল্যাণীর NIBMG-তে কর্মী নিয়োগ চলছে