Gold Price Today: রোজ কমছে সোনার দাম! এই সুযোগেই কেনাকাটা করার সুযোগ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Gold Price Today Kolkata: বসন্তের শুরুতেই বাংলার ঘরে ঘরে বেজে উঠেছে বিয়ের সানাই। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ অবধি রয়েছে বিয়ের তারিখ। মার্চ মাসের শুরু থেকেই সোনার দামের (Gold Price) গতি উর্ধ্বমুখী। তবে এরপরই বাংলা মাস অনুযায়ী পড়ছে চৈত্র মাস। আর এই মাসে বিয়ের যোগ নেই। তাই বিয়ের মরশুম যেতে না যেতেই নিম্নমুখী সোনার দাম। আজ লক্ষ্মীবারে সোনার দামের গতি রয়েছে নিম্নমুখী। বেশ পরিবর্তন দেখা গেছে রুপোর দামেও। আপনি যদি সোনা কেনার কথা ভাবেন তবে জেনে নিন আজকের দাম অনুযায়ী এই দিনটি আপনার জন্য সোনা কেনার সঠিক সময় কিনা।

আজ ১৪ মার্চ বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম (Gold Price Today Kolkata):

  • ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) ৬০,৩৪০ টাকা।
  • ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) ৬৫,৮৩০ টাকা।
  • ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৪৯,৩৭০ টাকা।

গতদিন ১৩ মার্চ কলকাতায় সোনার দাম ছিল

  • ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৬০,৩৩০ টাকা।
  • ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬৫,৮২০ টাকা।
  • ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ছিল ৪৯,৩৬০ টাকা।

অর্থাৎ গত দিনের তুলনায় আজকে সোনার দামের (Gold Price) গতি রয়েছে নিম্নমুখী। সামান্য পরিমাণে হলেও হ্রাস পেয়েছে সোনার দাম। আজ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০ টাকা। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার মূল্য হ্রাস পেয়েছে ১০ টাকা।

আরও পড়ুন: Medicine Alert: ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে, এর কারণ কি বিপদ সংকেত?

আজ ১৪ মার্চ কলকাতায় রুপোর দাম:

আজ পতন ঘটেছে রুপোর দামেও। আজ কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ৭৫,১০০ টাকা।

আরও পড়ুন: শীঘ্রই আধার কার্ডে এই ২টি ডকুমেন্ট আপলোড করুন! হাতে সময় কম, রইলো পদ্ধতি!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: শীঘ্রই আধার কার্ডে এই ২টি ডকুমেন্ট আপলোড করুন! হাতে সময় কম, রইলো পদ্ধতি!