বদলি নিয়ে সুখবর! বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের, অনেকেই উপকৃত হবেন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বদলি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। এই নির্দেশিকায় বলা হয়েছে যে দীর্ঘদিন অসুস্থ থাকলে বদলির ক্ষেত্রে কোন বাধা-বিপত্তি আসবেনা। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শিক্ষিকার বদলির অনুমতি প্রদান করলো।

হুগলির উত্তর পাড়ার এক শিক্ষিকা বদলির জন্য আবেদন জানিয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন। যে কারণে তার বদলির আবেদন। তার মামলাটি বিচারপতির তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল। অবশেষে শিক্ষিকার পক্ষেই হাইকোর্ট রায় ঘোষণা করলো।

হাইকোর্টে তরফ থেকে দাঁড়ানো হয় যে যদি কোন শিক্ষক বা শিক্ষিকা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতার কারণে বদলির আবেদন জানায় এবং তার এই স্বপক্ষে প্রমাণ থাকে তাহলে তার বদলির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা শিক্ষা দপ্তর।

এই বিষয়ে মামলাকারীর আইনজীবী ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী। তিনি জানান যে হুগলির কামারপাড়া হাইস্কুলের শিক্ষিকা বৈশাখী মুখোপাধ্যায় স্ত্রীরোগ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এই কারণে তিনি স্কুল সার্ভিস কমিশনারের (School Service Commission) কাছে বদলের আবেদন করেন কিন্তু তার এই বদলির আবেদন খারিজ করে দেয় স্কুল শিক্ষা কমিশন

আরও পড়ুন👉: রাজ্যের কলেজে Group D কর্মী নিয়োগ চলছে, এই দিন আবেদনের শেষ তারিখ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষিকা। শিক্ষিকার আবেদন সিঙ্গল বেঞ্চের তরফ থেকেও খরচ করে দেওয়া হয় উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি দেখিয়ে। কিন্তু এতেও দমে যাননি ওই শিক্ষিকা। এরপরে তিনি ডিভিশন বেঞ্চে মামলা করেন। আর শেষ পর্যন্ত হাইকোর্ট (High Court) তার পক্ষেই নির্দেশ ঘোষণা করে।

আবার অপরদিকে স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) আইনজীবী এই ব্যাপারে জানান যে, “ওই শিক্ষিকা হুগলির উত্তর পাড়া গার্লস হাই স্কুলে বদলির আবেদন জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ওই স্কুলে কোন শূন্যস্থান নেই তাই শিক্ষিকার আবেদন মঞ্জুর করা হয়নি।”

আরও পড়ুন👉: কত টাকা দান করেন বিল গেটস, ইলন মাস্ক ও আম্বানিরা? জানলে চমকে যাবেন!

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) এরূপ বয়ানে ওই শিক্ষিকার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী ওই স্কুলে আবেদন গ্রহণযোগ্য না হলে আশেপাশের স্কুলগুলিতে আবেদন গ্রহণ করার আবেদন জানান। বিচারক এই মর্মে দাবী করেন যে, “দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ৬০ কিলোমিটার করে ১২০ কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে ওই শিক্ষিকাকে।”

সবকিছু বিষয়ে খতিয়ে দেখার পর আদালত শিক্ষিকার আবেদন গ্রহণ করার জন্য রায় ঘোষণা করেন এবং স্কুল শিক্ষা কমিশনকে (School Service Commission) আগামী ৬ সপ্তাহের মধ্যে শিক্ষিকার আবেদন গ্রহণ করার জন্য নির্দেশ দেন।

আরও পড়ুন👉: ৩০,০০০ টাকা বেতনে সরাসরি চাকরির সুযোগ! কল্যাণীর NIBMG-তে কর্মী নিয়োগ চলছে

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: ১৮ লাখ টাকা পাবেন এই ৫ টাকার নোট থাকলে! পদ্ধতি জেনে নিন