Salary Hike: সুখবর সরকারি কর্মীদের জন্য! ডিএ-র পর বাড়ল আরও এই দু’টি ভাতা
কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির কথা লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই জানানো হয়েছিল। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হবে। মহার্ঘ ভাতা বাড়ানোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছিল ৪৬ শতাংশ। কিন্তু এখন সেটি ৫০ শতাংশ তে এসে দাঁড়িয়েছে।
নতুন হারে যে ডিএ (DA) বাড়ানো হয়েছে তার সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতনের সঙ্গে পেয়েছেন। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ দেওয়া হয়েছে কর্মীদের।
শুধুমাত্র মহার্ঘ্য ভাতা নয়, এর পাশাপাশি আর একাধিক ভাতা কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে বাড়ানো হয়েছে। গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র অধীনস্থ কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফ থেকে একটি অফিস মেমোব়্যান্ডাম জারি করা হয়েছে।
এখানে বলা হয়েছে যে নাইট ডিউটি অ্যালাওয়েন্স, চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, রিস্ক অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), ওভারটাইম অ্যালাওয়েন্স এইগুলি বাড়ছে। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতা বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন👉: Madhyamik Result 2024: সরাসরি রোল নম্বর-জন্মতারিখ দিয়েই মাধ্যমিকের রেজাল্ট দেখুন! রইলো লিংক
অফিস মেমোব়্যান্ডামে জারি করা হয়েছে কর্মীদের সন্তানের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে। কর্মীদের দুটি সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি প্রদান করা হবে। নিয়ম অনুযায়ী ডিএ যখন ৫৫ শতাংশ পৌঁছায় ওই সময় হোস্টেল সাবসিডি ২৫ শতাংশ করে বাড়িয়ে দেওয়া হয়।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের প্রতি মাসে এই হোস্টেল সাবসিডি বাবদ সর্বোচ্চ ৮৪৩৭.৫ টাকা করে রিইম্বার্সমেন্ট দেওয়া হতে পারে। এই সুবিধা ছাড়াও কর্মীদের সন্তানের শিক্ষা ভাতা হিসেবে সর্বোচ্চ ২৮১২.৫ টাকা দেওয়া হয়ে থাকে।
চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য) এর কথা ভেবে সরকার নতুন একটি সুবিধা প্রদান করেছে। তাদের মাসিক ভাতা বাড়িয়ে ৩৭৫০ টাকা করা হয়েছে।
কোন সরকারি কর্মচারীর সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকে তাহলে তার শিক্ষা বাবদ সরকার প্রতি মাসে রিইম্বার্মেন্ট প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫৬২৫ টাকা প্রদান করবে।
আরও পড়ুন👉: LIC Policy: ১ কোটি টাকা পেতে পারেন LIC-র এই স্কিমে, কী ভাবে দেখে নিন
উপরিউক্ত বিষয় ছাড়াও সরকার আরো একাধিক বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে নিয়ে রিস্ক অ্যালাওয়েন্স বা ঝুঁকি ভাতা নতুন ভাবে সংশোধন করেছে।
এসব কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন বা যে কাজ করার ফলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের থেকে ওভার টাইম অ্যালাওয়েন্স এর সুবিধা পাবে। সরকার নতুনভাবে এর ভাতা বৃদ্ধি করেছে। সঙ্গে নাইট ডিউটির ভাতাও পূর্বের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। যেসব কর্মীরা নাইট ডিউটি হিসেবে রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ডিউটি করে তাদের মাসে সর্বোচ্চ ৪৩৬০০ টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন👉: Money Making Tips: ঘরে বসেই মহিলারা ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন! রইলো উপায়