মাত্র ৩৫ টাকায় গুগল দিচ্ছে দারুণ সুবিধা! সুযোগ মিস করলে পস্তাবেন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্টোরেজ বিষয়টি। যদিও ফোন (Mobile), ডেস্কটপে (Desktop) থাকা একাধিক ফাইল, ছবি, ভিডিয়ো সেভ রাখার জন্য প্রয়োজন বাড়তি স্টোরেজের। বর্তমানে এই প্রযুক্তির যুগে সমস্ত কিছুই অনলাইন হওয়ায় এক্সটার্নাল স্টোরেজ বা মাইক্রো SD কার্ডের প্রয়োজন প্রায় নেই বললেই হয়।

(২/৬) এই সময় ভারতবর্ষে গুগল ড্রাইভ স্টোরেজ প্ল্যানের মাসিক মূল্য ১৩০ টাকা থেকে শুরু হয়। কিন্তু বর্তমানে Google-এর তরফ থেকে আপনি সেই প্ল্যানের উপর পারেন একটি দুর্দান্ত ছাড়। তবে এই ছাড়টি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তাই সবাই এই ছাড়ের সুবিধা নাও পেতে পারেন। এই অফার আপনার অ্যাকাউন্টে বর্তমান কি না জানতে গুগল আইডি (Google ID) দিয়ে ড্রাইভ অ্যাকাউন্টে (Google Drive Account) যান।

(৩/৬) এই ছাড়ের পূর্বে ১৩০ টাকার প্ল্যানে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ (Cloud Storage)প্রতি মাসে প্রদান করা হত ১৩০ টাকায়। যেটি আপনি এই অফারের দুরুন পেয়ে যাবেন মাত্র ৩৫ টাকায় এবং উক্ত স্টরেজটি আপনি পাবেন ৩ মাসের জন্য। ২০০ জিবি স্টোরেজের জন্য প্রতি মাসে দিতে হতো ২১০ টাকা। তবে বর্তমানে এই অফারে আপনি ২০০ জিবি স্টোরেজটি পেয়ে যাবেন মাত্র ৫০ টাকায় তাও ৩ মাসের জন্য।

(৪/৬) Google যদি আপনি এই অফারের পূর্বে ২টিবি স্টোরেজ নিতেন তবে তাঁর জন্য আপনাকে প্রতি মাসে দিতে হত ৬৫০ টাকা। উক্ত অফারে বর্তমানে আপনি ২টিবি স্টোরেজ পাবেন মাত্র ১৬০ টাকায় তাও ৩ মাসের জন্য। তবে এই অফারটি কেবলমাত্র যারা আগে কখনও Google থেকে ড্রাইভ ক্লাউড স্টোরেজ (Drive Cloud Storage) প্ল্যান কেনেন নি তাদের জন্য প্রযোজ্য।

(৫/৬) তবে Google প্রত্যেক Gmail Account-এর জন্য ১৫ জিবি অবধি ফ্রি স্টোরেজ ধার্য্য থাকে। তবে জানা গেছে যে, এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যাকআপের ডেটাও (WhatsApp Backup Data) গুগল ড্রাইভে (Google Drive) সেভ হবে। যে কারণে স্টোরেজ শেষ হওয়ার সম্ভাবনা বেশি। তবে এক্ষেত্রে তাদের জন্য এই প্ল্যানটি বেশ কার্যকরী হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৬/৬) যে সমস্ত ব্যক্তিদের বেশি পরিমাণে স্টোরেজ কাজে লাগে অর্থাৎ এডিটিং সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য গুগল ড্রাইভের এই বিশেষ ছাড় বেশ সুবিধাজনক হতে পারে। অফারটি আপনার জন্য বলবৎ কি না যেটি জানতে গুগল আইডি দিয়ে অবশ্যই চেক করুন। Google-এর তরফ থেকে এই ছাড়টি সীমিত সময়ের জন্য উপলব্ধ আছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন