Google Pay: ৪ জুন থেকে আমেরিকায় গুগল পে অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে! ভারতে কী হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) বর্তমান সময় হচ্ছে ডিজিটাল। এখন সবকিছুতেই মানুষ ডিজিটাল মাধ্যমে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এখন একমাত্র মাধ্যম ফোন পে (PhonePe) গুগল পে (Google Pay) ইত্যাদি মাধ্যমগুলি। তবে সম্প্রতি টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে যে, চলতি বছর ৪ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘গুগল পে’ অ্যাপ বন্ধ হয়ে যাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধ হলেও ভারতে এই অ্যাপ ব্যবহার চালু থাকবে।

(২/৮) গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যাপ বন্ধ করা হয়েছে গুগল ওয়ালেটের সব ফিচার স্থানান্তর করে লেনদেনকে সহজ করার জন্য। অর্থাৎ এর পুরনো ভার্সন বন্ধ করে দেওয়া হবে তা আর কাজ করবে না।

(৩/৮) তবে শুধুমাত্র Google Pay অ্যাপই নয় এর সঙ্গে সঙ্গে গুগল ‘পিয়ার টু পিয়ার’ অ্যাপও বন্ধ করা হয়েছে। এটি এমন একটি অ্যাপ যার সাহায্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক লেনদেন করা যেত। এই অ্যাপ মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় ছিল।

(৪/৮) গুগল একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, “২০২৪-এর ৪ জুন থেকে গুগল পে অ্যাপের ইউএস ভার্সন আর ব্যবহার করা যাবে না।”

আরও পড়ুন: Head Teacher Recruitment: ৯০২ শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কত দিন পর্যন্ত আবেদন চলবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৮) Google pay অ্যাপ ব্যবহার যাতে আরও সহজ হয়ে যায় সেজন্য এই সিদ্ধান্ত। আমেরিকায় এই অ্যাপ ব্যবহার বন্ধ হল বর্তমানে ভারত ও সিঙ্গাপুরে এর ব্যবহার চালু রয়েছে। Google জানিয়েছে যে এই দুই দেশে যারা google পে ব্যবহার করে তাদের কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

(৬/৮) এবার থেকে গুগল পেতে আর ট্যাপ অ্যান্ড পে এবং পেমেন্ট কার্ড আসবে না। এছাড়াও ডিল এবং অফারও আর গুগল পে অ্যাপে দেখা যাবে না।

আরও পড়ুন: Madhyamik exam 2025: ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো!

(৭/৮) কোম্পানির তরফ থেকে google ইউজারদের গুগল ওয়ালেট অ্যাপ এ যাওয়ার পরামর্শ দিয়েছে। গুগল ব্লগে জানিয়েছে যে, ‘কনট্যাক্ট লেস পেমেন্ট পরিষেবা চালিয়ে যেতে চাইলে জুনের নির্ধারিত সময়সীমার আগে জিপে ইউজারদের গুগল ওয়ালেটে শিফট করতে হবে। এখানে সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর অ্যাক্সেস পাবেন ইউজাররা’।

(৮/৮) প্রসঙ্গত উল্লেখ্য, গুগল ওয়ালেটে ভার্চুয়াল ডেবিটের মতো একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে নিজস্ব একাউন্টে কত টাকা রয়েছে তা দেখতে পাবেন ইউজাররা। সেখানে টিকিট, পাস এবং ট্যাপ-টু-পে-এর মতো গুরুত্বপূর্ণ ফিচার থাকবে। এই গুগল পের (Google pay) ওয়েবসাইটের মাধ্যমে ইউজাররা নিজেদের প্রয়োজনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন