UPI Payment: দারুণ খবর! এবার এই বিশেষ সুবিধা UPI পেমেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এখন অধিকাংশ মানুষই ইউপিআই পেমেন্টস (UPI Payments)-এর উপর নির্ভরশীল। সে ক্ষেত্রে  ব্যাংকের মাধ্যমে তারা ইউপিআই পেমেন্ট ব্যবহার করে থাকে। যারা ICICI ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য বিশেষ সংবাদ। সম্প্রতি এই ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই ব্যাংকের গ্রাহকরা তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে ভারতে তাৎক্ষণিক UPI পেমেন্ট করতে করতে পারবে। আর এতে অর্থ লেনদেনের পন্থা আরও সহজ হয়ে গেছে।

নতুন এই সুবিধা চালু হওয়ার ফলে গ্রাহকরা একাধিক সুযোগ-সুবিধা পাবে। এর মাধ্যমে ইউটিলিটি বিল, বণিক এবং ই-কমার্স এইগুলি লেনদেন করার জন্য গ্রাহকদের যে আন্তর্জাতিক মোবাইল নম্বর হয়েছে তার মাধ্যমে  ভারতের আইসিআইসিআই ব্যাঙ্কে (ICICI Bank) তাঁদের এনআরআই/এনআরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান করতে পারবেন এবার থেকে।

গ্রাহকের জন্য এই বিশেষ সুবিধাটি চালু করা হয়েছে।  মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘iMobile Pay’-এর মাধ্যমে ওই ব্যাংক এ নতুন সেবার কাজটি চালু করেছে। এর পূর্বে এনআরআইদের গ্রাহকদের UPI পেমেন্ট করার জন্য অন্য একটি পন্থা অবলম্বন করতে হয়েছিল। ওই সময় তাদের অর্থ প্রদানের জন্য একটি ভারতীয় মোবাইল নম্বর রেজিস্টার করতে হয়েছিল ব্যাঙ্কে।

সারাদেশে ইউপিআই যাতে সুবিধা জনক ভাবে চালু করা হয় তার জন্য ICICI ব্যাঙ্ক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পরিকাঠামোর সুবিধা গ্রহণ করেছে।

আর এরপরে এই ব্যাংকটি USA, UK, UAE, অস্ট্রেলিয়া, কানাডা, ওমান, সিঙ্গাপুর, কাতার, হংকং সৌদি আরবের মতো মোট ১০টি দেশে এই সুবিধা প্রদান করা হয়।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই ব্যাংকের যেসব এনআরআই গ্রাহক রয়েছেন তারা UPI আইডি ব্যবহার করে ভারতীয় QR কোড স্ক্যান করে, ভারতীয় মোবাইল নম্বর অথবা ভারতীয় কোন ব্যাংকে টাকা পাঠাতে পারেন।

আন্তর্জাতিক মোবাইল নম্বরে UPI সক্রিয় করার জন্য আইমোবাইল পে কিভাবে ব্যবহার করবেন?

১) এটি করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে iMobile অ্যাপটি ইন্সটল করতে হবে।

২) এরপর সেই অ্যাপ এ প্রবেশ করে সেখানে লগ ইন করার পর ‘UPI পেমেন্টস’ অপশনে যেতে হবে।

৩) তারপর মোবাইল নম্বর যাচাই করে Manage – My Profile অপশনে ক্লিক করতে হবে।

৪) এতে নতুন একটি UPI আইডি তৈরি হবে এবং সেখান থেকে অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করে সাবমিট করতে হবে।

আইসিসিআই ব্যাংকের (ICCI Bank) ডিজিটাল চ্যানেল হেড সিদ্ধার্থ মিশ্র (Siddhartha Mishra) এই সম্পর্কে বলেছেন, “আইমোবাইল পে-এর মাধ্যমে আন্তর্জাতিক মোবাইল নম্বরগুলিতে UPI সুবিধা চালু করার জন্য NPCI-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা খুবই আনন্দিত”।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন