Holi 2024 Vastu Tips: হোলির আগে এই কাজ করলে সারা বছর ধরে ঘরে অর্থ আসবে
Holi 2024 Vastu Tips: উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় বাস্তু দোষ। বাস্তু দোষ থাকলে শারীরিক সমস্যা থেকে শুরু করে যেকোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের। বাড়ির ভ্রান্ত দিকদর্শন থেকে শুরু করে মানুষের একাধিক ভুল কাজের ফলে হতে পারে বাস্তু দোষ। বাস্তু দোষ কাটাতে এই হোলি উৎসবে পালন করুন এই নিয়মটি। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে মেতে ওঠে সকলেই। ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় এই উৎসবটি।
হোলির আগের দিন রাত্রে উত্তর ভারত, নেপাল এবং দক্ষিণ ভারতের কিছু কিছু স্থানে বিশেষ একটি নিয়ম পালিত হয়। উক্ত দিন রাতে জ্বালানো হয় আগুন যেটি পরিচিত হোলিকা দহন নামে। আবার পশ্চিমবঙ্গে এটি পরিচিত ন্যাড়াপোড়া নামে। উক্ত দিন কয়েকটি সহজ নিয়ম মেনে আপনি কাটাতে পারবেন আপনার বাড়ির বাস্তু দোষ। কিভাবে কাটাবেন বাস্তু দোষ জানুন আজকের এই প্রতিবেদনে।
হোলিতে বাস্তু দোষ কাটানোর ৪টি উপায়:
১. হোলির ঠিক আগের দিন রাত্রে পালিত হয় হোলিকা দহন। যেটি বাঙালির কাছে বুড়ির ঘর পড়ানো বা ন্যাড়াপোড়া। আপনি যদি ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের আগুনে তাজা এবং কাঁচা গম উৎসর্গ করেন তবে সেটি আপনার বাড়ির জন্য শুভ বলে বিবেচিত হয়। সেই সঙ্গে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া আগুনের চারপাশে সাত পাক ঘুরুন। এর ফলে আপনার বাড়ি নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি দূর হয় এবং শুভশক্তির আগমন ঘটে। পরিক্রমার শেষে আগুন ঘরে এনে আপনার ঘরের উত্তর-পূর্ব দিকে রাখুন এটি আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।
২. ন্যাড়াপোড়ার সময় বাড়িতে ভাঙা জিনিসপত্র রাখবেন না। ভাঙ্গা জিনিসপত্র বা আসবাবপত্র অশুভ শক্তির প্রতীক তাই যত দ্রুত সম্ভব বাড়ি থেকে ভাঙ্গা জিনিসপত্র সরিয়ে ফেলুন।
আরও পড়ুন: ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার কোন গ্যারান্টি ছাড়াই! এই প্রকল্প সম্পর্কে জেনে নিন
৩. দোলের সময় সমস্ত বাড়ি পরিষ্কার করুন। আপনার বাড়ির উত্তর-পূর্ব দিক বিশেষ করে পরিষ্কার করুন সেখানে যেন কোন নোংরা অবশিষ্ট না থাকে। এতে আপনার বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে এবং অশুভ শক্তি দূর হবে। উত্তর-পূর্ব দিকে ঈশ্বরের বাস বলে বিশ্বাস করা হয়। তাই বাড়ির উত্তর-পূর্ব দিক ভালো হবে পরিষ্কার রাখুন। এতে আপনার বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আসবে।
আরও পড়ুন👉: কড়া নির্দেশ স্কুল শিক্ষকদের জন্য! শিক্ষক-শিক্ষকদের এই ৩ নিয়ম অবশ্যই মানতে হবে
৪. হোলিকা দহনের ছাই অনেক পবিত্র বলে বিশ্বাস করা হয়। তাই ন্যাড়া করা শেষে ছাই ঘরে আনুন। ন্যাড়া পোড়ার ছাই ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখুন। এতে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে। স্নান শেষে এই ছাই কপালে ও গলায় লাগার এতে নজর দোষ দূর হবে।
আরও পড়ুন👉: ১,৫০০-এর বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, বিস্তারিত জেনে নিন