Money Making Tips: গৃহিণীরা লাখ লাখ টাকা পেয়ে যাবেন প্রতি মাসে ৫০০ টাকা বিনিয়োগ করেই! পদ্ধতি জেনে নিন
Money Making Tips: অনেক মানুষ নিজেদের সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখার জন্য ও সামান্য সুদের আশায় ব্যাংকে জমা করে রাখে আবার অনেকে পোস্ট অফিসেও জমা করেন। তবে এসব করলে দেখা যায় বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সঠিক জায়গা রেখে বিনিয়োগ করা অত্যন্ত জরুরী। না হলে ভবিষ্যতে লস খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পোস্ট অফিসে এমন অনেক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে সুদসহ মোটা টাকার রিটার্ন পাওয়া যায়। বাড়ির প্রিয় লোকরা যদি এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ করে তাহলে মেয়াদ শেষ হওয়ার পর মোটা টাকা রিটার্ন পাবে তারা।
এসআইপি (SIP)-তে বিনিয়োগ করলে মাত্র কয়েক বছরের মধ্যে সেই টাকা লক্ষ টাকা হয়ে ঘরে ফিরে আসে। এই প্রকল্পে চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয়। ফলে কম সময়ে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা হয়। পোস্ট অফিসে অন্যান্য স্কিমের তুলনায় এই স্কিম ভালো কারণ এতে দীর্ঘমেয়াদে গড় রিটার্ন ১২ শতাংশ হিসাবে বিবেচিত হয়।
এই প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করলে এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হবে ৬০ হাজার টাকা। এবং তোমাদের সুদ পাবে ৫৬,১৭০ টাকা। সব মিলিয়ে দশ বছরের মোট পাবে ১,১৬,১৭০ টাকা।
আরও পড়ুন👉: WB SSC: এই সময় নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন! জানুন বিস্তারিত
আর এইভাবে আপনি যদি মাসে ৫০০ টাকা করে ২০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, তাহলে নির্ধারিত সময় পর আপনি ৫ লক্ষ টাকা পাবেন।
এক্ষেত্রে বিনিয়োগের সময়সীমা যত বাড়ে মোট রিটার্নের পরিমাণও ততই বাড়তে থাকে। এখানে প্রতি মাসে ৫০০ টাকা করে ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারলে নির্ধারিত সময় পর সবমিলিয়ে ৯০,০০০ টাকা ফিরে পাবে। এক্ষেত্রে সুন্দর পরিমান হবে ১,৬২,২৮৮ টাকা। এবং নির্ধারিত সময় শেষে সুদ সহ মোট পাবে ২,৫২,২৮৮ টাকা।
আরও পড়ুন👉: LIC Scheme: ১২,০০০ টাকা প্রতি মাসে পাবেন LIC-এর এই স্কিমে, পদ্ধতি জেনে নিন
একইভাবে আপনি ১৫ বছরের জায়গায় যদি ২০ বছর পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ হবে ১,২০,০০০ টাকা এবং সুদের পরিমাণ ৩,৭৯,৫৭৪ টাকা৷ নির্ধারিত সময় পরে আপনি পাবেন ৪,৯৯,৫৭৪ টাকা। অর্থাৎ আপনি যত টাকা বিনিয়োগ করবেন তার চেয়ে দ্বিগুণ হারে এটি আপনার কাছে ফিরে আসবে।
আরও পড়ুন👉: সরাসরি মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: IPL 2024-এর মাঝেই সস্তার প্ল্যান আনলো Jio! ৫৬ দিন পাবেন আনলিমিটেড কল ও ডেটা