HDFC ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকার হোম লোন নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন
HDFC Bank Home Loan: বর্তমানে HDFC ব্যাংকের তরফ থেকে চাকুরিজীবী ও ব্যবসায়ীদের নূন্যতম সুদের হারে হোম লোন (Home Loan) দেওয়া হচ্ছে। HDFC ব্যাংক ৮.৭০ শতাংশ থেকে ৯.৩০ শতাংশ সুদের হারে হোম লোন প্রদান করছে।
যদিও ব্যাংকের ভালো হোম লোনের (Home Loan) ক্ষেত্রে সুদের হার ৯.০৫ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ। HDFC ব্যাংক হোম লোনের ক্ষেত্রে সুদের ছাড় দিচ্ছে গ্রাহকদের।
কোনো গ্রাহক যদি এই সময়ে HDFC Bank থেকে ৫০ লক্ষ টাকা ৩০ বছরের জন্য হোম লোন (Home Loan) নিয়ে থাকেন তবে ৯ শতাংশ সুদের হারে ওই গ্রাহককে মাসে ৪০,২৩১ টাকা EMI দিতে হবে।
যদি কোনো গ্রাহক HDFC ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা ২০ বছরের জন্য হোম লোন (Home Loan) নেন তবে ৯ শতাংশ সুদের হারে ওই ব্যক্তিকে মাসে ২৬,৯৯২ টাকা EMI দিতে হবে।
আরও পড়ুন👉: Google Pay: গুগল পে থেকে ঘরে বসেই ১৫,০০০ টাকা পাবেন! পদ্ধতি জেনে নিন
যদি কোনো গ্রাহক HDFC ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ৩০ বছরের জন্য হোম লোন (Home Loan) নিয়ে থাকেন তবে ৯ শতাংশ সুদের হারে ওই ব্যক্তিকে মাসে ১৬,০৯২ টাকা EMI দিতে হবে।
আরও পড়ুন👉:৫০ লক্ষ টাকার সুবিধা পাবেন এই ৫ LIC পলিসিতে, বিস্তারিত জেনে নিন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: ভোটের আবহেই স্কুলে নিয়োগের ঘোষণা! শূন্যপদ কত? বিরাট ঘোষণা রাজ্য সরকারের