SBI থেকে ৩০ বছর মেয়াদে ৬০ লাখ টাকা হোম লোন নেবেন? কত EMI দিতে হবে? জানুন
Home Loan: স্বপ্নের বাড়ি তৈরি করতে চান, কিন্তু হাতে পর্যাপ্ত টাকা নেই। আবারও সঞ্চয়তেও হাত দিতে মন চাইছে না। তাহলে হোম লোন নিন। জেনে নিন হোম লোনে (Home Loan) প্রতি মাসে EMI কত টাকা দিতে হবে? কত টাকায় বা পরিশোধ করতে হবে হোম লোন নিলে?
ভিন্ন ভিন্ন ব্যাংকে হোম লোনের ক্ষেত্রে সুদের হার ভিন্ন হয়ে থাকে। তবে হোম লোনের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI থেকে হোম লোন (Home Loan) নিয়ে থাকেন বহু মানুষ। বর্তমানে স্টেট ব্যাংক ৩০ বছরের জন্য ৬০ লক্ষ টাকা হোম লোন প্রদান করছে। আপনি যদি ওই পরিমাণ অর্থ স্টেট ব্যাংক (SBI) থেকে নেন তবে প্রতি মাসে কত টাকা ইএমআই (EMI) দিতে হবে জেনে নিন বিস্তারিত।
State Bank of India-তে হোম ঋণের সুদের হার আপনার ক্রেডিট স্কোরের (Credit Score) উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আপনার ক্রেডিট স্কোর যদি ৭৫০ বা তার অধিক হয় তবে আপনি ৯.১৫ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশ সুদের হারে হোম লোন পেতে পারেন। ৯.১৫ শতাংশ সুদের হারে আপনি যদি ৩০ বছরের জন্য ৬০ লক্ষ টাকা হোম ঋণ নেন তবে আপনাকে মাসে মাসে ৪৮,৯২৬ টাকা EMI দিতে হবে।
৩০ বছরে আপনার মোট সুদের পরিমাণ হবে ১ কোটি ১৬ লক্ষ টাকা। এবার আপনি যদি ৩০ বছরের জন্য ২৫ লক্ষ টাকা হোম ঋণ (Home Loan) নেন তবে আপনাকে প্রতি মাসে EMI হিসেবে দিতে হবে ২০,৩৮৬ টাকা।
আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি স্টেট ব্যাংকে নিয়োগ চলছে, কোন কোন পদে? (SBI Recruitment 2024)
৬০ লক্ষ টাকা ঋণ প্রদানের ক্ষেত্রে কি কী বিষয় দেখা হয়?
আপনি চাইলেই তো আর ৬০ লক্ষ টাকা হোম ঋণ (Home Loan) পেয়ে যাবেন না। তার জন্য পূরণ করতে হবে কিছু শর্ত। ব্যাংকের তরফ থেকে ঋণ প্রদানের আগে গ্রাহক ঋণ পরিশোধ করতে পারবে কি না? গ্রাহকের বয়স (Age)? উপার্জনের পরিমাণ (Income)? ক্রেডিট স্কোর (Credit Score)? কাজের নিশ্চয়তা (Job Security)? সমস্ত বিষয়ই খুঁটিয়ে দেখা হবে।
আরও পড়ুন: ১ লক্ষ টাকা দিচ্ছে SBI, ৫ মিনিটেই ঢুকবে অ্যাকাউন্টে! আবেদন পদ্ধতি জেনে নিন
বয়স (Age):
হোম লোনের জন্য আবেদনকারির বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সময়সীমা ৬০ বছর থেকে ৬৫ বছর বয়সের মধ্যে থাকতে হবে। তবে আবেদনকারী তার কর্মজীবনের মধ্যে নিশ্চিতভাবে লুঙ্গি পরিশোধ করতে পারবে কিনা সে বিষয়ে খুটিয়ে দেখা হবে।
আয় (Income):
আবেদনকারীকে EMI-এর থেকে ৩ থেকে ৪গুণ বার্ষিক উপার্জন দেখাতে হবে। এটি আবেদনকারী ঋণ পরিশোধের ক্ষমতাকে নিশ্চিত করে।
আরও পড়ুন: প্রেমের মাসে এই ৪ রাশিতে ধরা দেবে ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে-তে একা কাটাতে হবে না
ক্রেডিট স্কোর (Credit Score):
উক্ত পরিমান হোম লোনের ক্ষেত্রে ৭৫০-এর অধিক ক্রেডিট স্কোর থাকা আবশ্যক। এটি আপনার আর্থিক লেনদেনকে প্রতিফলিত করে। সময়মত অর্থ প্রদানের সম্ভাবনাকে দর্শায়।
আরও পড়ুন: Money Making Tips: ১ কোটি টাকা পেতে চান? এই ভাবে বিনিয়োগ করলেই স্বপ্ন পূরণ হবে
কর্মক্ষেত্রের নিশ্চয়তা (Job Security):
আবেদনকারীর যদি কোন নিশ্চিত কাজ থাকে তবে তিনি সঠিক সময় মত ঋণ পরিশোধ করতে পারবে। সেজন্য ব্যাংকের তরফ থেকে এই দিকটি ভালোভাবে খুটিয়ে দেখা হয়।