কত টাকা দান করেন বিল গেটস, ইলন মাস্ক ও আম্বানিরা? জানলে চমকে যাবেন!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় আছেন তারা। বিশ্বের মোট সম্পদের অনেকটাই করে রেখেছেন এই ধনী ব্যক্তিরা। কিন্তু এই প্রভূত অর্থ তারা কোন খাতে ব্যয় করেন? কি বা করেন এই অর্থ দিয়ে? একাধিক মানুষের মনে এমন প্রশ্ন জাগে যে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা কেমন দান করেন? বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে কেই বা সর্বাধিক দান করেন?

মাইক্রোসফট (Microsoft) কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) রয়েছেন বিশ্ব ধনী ব্যক্তিদের তালিকায়। বিল গেটস তাঁর নিজস্ব দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে এখনও অবধি ৫৯ বিলিয়ন বা ৫ হাজার ৯০০ কোটি ডলার অর্থ দান করেছেন। তবে তার মধ্যে কেবলমাত্র ২০২২ সালে বিল গেটসের দান করা অর্থের পরিমাণ ২০০০ কোটি ডলার। ২০২৩ সালে বিল গেটস বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ৮৩০ কোটি ডলার অর্থ দান করার কথা বলেন। দারিদ্র্য কমাতে, রোগ নির্মূলে এবং বৈষম্য দূরবীকরণের উদ্দেশ্যে এই অর্থ খরচ হবে বলে তিনি জানান।

বার্কশায়ার হ্যাথাওয় কম্পানির কর্ণধার ওয়ারেন বাফেট (Warren Buffett)-ও রয়েছেন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায়। তাঁর মত সম্পত্তির পরিমাণ ১৩৪.৬ বিলিয়ন ডলার বা ১৩,৪৬০ কোটি ডলার। তিনি তাঁর মোট সম্পত্তির ৯৯ শতাংশ দান করবার প্রতিশ্রুতি দিয়েছেন। এখনও অবধি ‘গেটস ফাউন্ডেশন’ ও ‘কিডস ফাউন্ডেশন’-এর দ্বারা দানকৃত অর্থের পরিমাণ ৫,৬০০ কোটি ডলার

বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা শীর্ষে রয়েছেন বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)। ইনি একজন ফ্রান্সের নাগরিক। ২০২৩ সালে তাঁর দান করা অর্থের পরিমাণ ১০.৭ মিলিয়ন বা ১ কোটি ৭০ লাখ ডলার। ‘রেস্টোস ডু কোউর’ একটি ফ্রেঞ্চ ফুড ব্যাংক। এই খানে অর্থ দান করেন তিনি। দান করা অর্থের সহায়তায় এই ফুড ব্যাংকটি ফ্রান্সের ৩৫ শতাংশ খাদ্য সহায়তার উদ্দেশ্যে সরবরাহ করে।

আরও পড়ুন👉: ১ এপ্রিল থেকে এই ৭ নিয়মে বড় বদল আসছে! সোজা ছেঁকা মধ্যবিত্তের পকেটে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ফেসবুক সংস্থার কর্ণধার মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg) ও তার স্ত্রী প্রিসিলা চ্যান মিলিত প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছে চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে নিউইয়র্কে অগ্রিম রোগ সনাক্তকরণ করে চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে একটি গবেষণাগার প্রস্তুত করা হয়েছে। এই গবেষণাগারে কাজ করেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, রকফেলার বিশ্ববিদ্যালয় ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ সংস্থা ২০২৩ সালে এই কাজের জন্য দান করেন ২৫ কোটি ডলার অর্থ। চ্যান জাকারবার্গ দম্পতি তাদের জীবনে অর্জিত ৯৯ শতাংশ সম্পদ দান করবেন বলে ঘোষণা করেন।

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা রয়েছেন Amazon সংস্থার কর্ণধার জেফ বেজস (Jeff Bezos)। তিনি তার নিজের সম্পদ থেকে এখনো অবধি দান করেছেন ৩০০ কোটি ডলার। ৩০২৩ সালে তিনি বাসস্থানহীন মার্কিন নাগরিকদের গৃহ নির্মাণের উদ্দেশ্যে দান করেন ১১৮ মিলিয়ন বা ১১ কোটি ৮ লাখ ডলার অর্থ। ২০২২ সালে জেফ বেজস দান করেন ৪০ কোটি ডলারের সমতুল্য শেয়ার।

আরও পড়ুন👉: ৩০,০০০ টাকা বেতনে সরাসরি চাকরির সুযোগ! কল্যাণীর NIBMG-তে কর্মী নিয়োগ চলছে

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা রয়েছেন টেসলা কম্পানির প্রতিষ্ঠাতা ইলন মার্কস (Elon musk)। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৮.৫ বিলিয়ন ডলার বা ১৮ হাজার ৮৫০ কোটি ডলার। ২০২৩ সালে তিনি দাতব্য প্রতিষ্ঠান দ্য ফাউন্ডেশনকে স্কুল ও বিশ্ববিদ্যালয় তৈরির উদ্দেশ্যে ১০ কোটি ডলার দান করেন।

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং পরিচালক মুকেশ আম্বানি (Mukesh Ambani) । তিনি ২০২৩ সালে দান করেন ৩৭৬ কোটি রুপি বা ভারতীয় টাকা।

আরও পড়ুন👉: Madhyamik Result 2024: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো আপডেট! জেনে নিন এখনই

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: ১৮ লাখ টাকা পাবেন এই ৫ টাকার নোট থাকলে! পদ্ধতি জেনে নিন