Google Pay: ১ লক্ষ টাকা সহজেই গুগল পে থেকে পাবেন, পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/১০) Google Pay Loan: আপনি যদি একজন Google Pay ব্যবহারকারী হয়ে থাকেন তবে এই সুখবরটি কেবলমাত্র আপনার জন্য। গুগল পে (Google Pay) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটা ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের (Personal Loan) ব্যবস্থা। আপনার যদি লোনের খুব প্রয়োজন হয় তবে আপনি ১ মিনিটের মধ্যে পেতে পারেন ১লক্ষ টাকা অবধি লোন (Loan)।

(২/১০) আপনি বাড়িতে বসেই পেতে পারেন এই লোন (Loan)। কী ভাবে পেতে পারেন এই লোন (Loan)? এই লোনের জন্য কারা হবেন উপযুক্ত? এই বিষয়গুলি বিস্তারিত জেনে নিন আজকে এই প্রতিবেদনে। সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল লেনদেনের (Digital Transaction) ব্যবহার। ভারতবর্ষেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল লেনদেন।

(৩/১০) এদেশের অধিকাংশ মানুষই বর্তমানে অনলাইন পেমেন্ট (Online Payment) করতে পছন্দ করেন। বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ডিজিটাল লেনদেনের (Digital Transaction) একটি প্ল্যাটফর্ম হল গুগল পে (Google Pay)।

(৪/১০) বর্তমানে গুগল পে (Google Pay)-এর মাধ্যমে আপনি পেতে পারেন লোন (Loan)। জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম গুগল প্লে (Google Pay) বর্তমানে গ্রাহকদের জন্য ইনস্ট্যান্ট ১ লক্ষ টাকা অবধি পার্সোনাল লোন (Personal Loan) পরিষেবা প্রদান করছে।

গুগলপে লোন (Google Pay Loan)

(৫/১০) ডিএমআই ফাইন্যান্স লিমিটেড (DMI Finance Limited)-এর সাথে ট্রাইআপ করে Google Pay এই লোনের (Loan) পরিষেবা প্রদান করছে। আপনিও যদি এই লোনের পরিষেবা পেতে চান তবে আপনাকে অবশ্যই হতে হবে একজন গুগল পে (Google Pay) ব্যবহারকারী

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৬/১০) আপনি যদি গুগল পে (Google Pay) ব্যবহারকারী হন তবে পেতে পারেন দ্বিগুণ সুবিধা। তবে আপনার ক্রেডিট হিস্ট্রি (Credit History) ভালো হতে হবে। যদি আপনার ক্রেডিট হিস্ট্রি (Credit History) ভালো থাকে তবে আপনি এক মিনিটের মধ্যেই পেতে পারেন ১ লক্ষ টাকা অবধি লোন (Loan)। গুগল পে (Google Pay) ব্যবহারকারীদের আপাতকালীন সুবিধার্থে এই লোনের (Loan) পরিষেবাটি চালু করেছে।

(৭/১০) ডিএমআই ফাইন্যান্স লিমিটেড গুগল পে (Google Pay)-এর মাধ্যমে এই লোনের পরিষেবা দিয়ে থাকবে। লোনটি পাওয়ার জন্য আপনার Google Pay-এর প্রি-কোয়ালিফাইড হওয়া আবশ্যক। আপনি যদি প্রি-কোয়ালিফাইড না হন তবে পাবেন না এই লোনের পরিষেবা।

(৮/১০) আপনি লোনের (Loan) আবেদন করার পর যদি লোনের জন্য উপযুক্ত বিবেচিত হন তবে কিছু মিনিটের মধ্যেই লোনের অর্থ রাশি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) জমা হয়ে যাবে। আপনি ১ লক্ষ টাকা অবধি পেতে পারেন এই লোনের (Loan) মাধ্যমে। আপনাকে এই লোনের অর্থ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। বর্তমানে এই লোনের পরিষেবা ভারতের ১৫ হাজারেরও বেশি পিন কোড (Pin Code) এলাকায় চালু করা হয়েছে।

গুগল পে থেকে কীভাবে লোনের জন্য আবেদন করবেন? (How to Apply for Google Pay Loan)

(৯/১০) এই লোনের (Loan) সুবিধা পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার ডিভাইসে Google Pay অ্যাপটি ইন্সটল করতে হবে। আপনি যদি প্রি-কোয়ালিফায়েড হন তবে আপনি Google Pay-তে প্রমোশনে মনি অপশন (Money Option) টি দেখবেন।

(১০/১০) সেখান থেকে আপনি লোন (Loan) অপশনটি নির্বাচন করুন। তারপর অফার (Offer) অপশনে যান। সেখানে DMI অপশন থাকবে। সেখান থেকেই আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। তারপর আপনি লোনের জন্য উপযুক্ত বিবেচিত হলে কিছু মিনিটের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের (Bank Account) মধ্যে জমা হয়ে যাবে আপনার লোনের (Loan) অর্থরাশি

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Important Links)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন