SC/ST/OBC 2024: অনলাইনে এস সি, এস টি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য কী ভাবে আবেদন করবেন? রইলো পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

SC/ST/OBC Certificate Apply Online: নতুন ভাবে ST/SC এবং OBC সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। খুব সহজে এই আবেদন গ্রহণযোগ্য হয় না। কাস্ট সার্টিফিকেটের জন্য প্রচুর পরিমাণে ডকুমেন্টস জোগাড় করে আবেদন করতে হয়। তারমধ্যে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি থাকলে সে আবেদন বাতিল করে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে নতুনভাবে কাস্ট সার্টিফিকেট করা খুবই পরিশ্রম ও সময় সাপেক্ষ।

তবে এই পরিশ্রমের দিন শেষ কারণ সরকার থেকে কাস্ট সার্টিফিকেটের আবেদন নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে বাড়ি বসেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে।

এবার থেকে অনলাইনে castcertificatewb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খুব সহজেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। যেকোন জেলা থেকে প্রার্থীরা যোগ্য হলেই এই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস


কাস্ট সার্টিফিকেটে আবেদন করার জন্য যেসব প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলি হল নিম্নরূপ-

১) আবেদনকারীর পাসপোর্ট সাইট ছবি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) আধার কার্ড

৩) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র

৪) বসবাসের ও পরিচয় পত্রের নথি

৫) পরিবারে কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট

আরও পড়ুন👉: West Bengal Job: স্বাস্থ্য দফতরের অধীনে একাধিক পদে নিয়োগ নিয়োগ চলছে , বিস্তারিত জেনে নিন

আবেদন প্রক্রিয়া


কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে নিম্নলিখিত পদ্ধতিতে-

১) আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ কাজ সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট castcertificatewb.gov.in-এ যেতে হবে

২) সেখান থেকে প্রধান মেনুতে গিয়ে ‘Applicant’ এ ক্লিক করে Apply for SC/ST/OBC-এ ক্লিক করতে হবে।

৩) এতে একটি নতুন পেজ স্ক্রীনে ওপেন হবে। সেখানে অনলাইন আবেদনের ফর্ম দেখতে পাবেন।

৩) আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।

৪) এরপর ‘Save and Continue’ বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন👉: ৫০,০০০ টাকা বেতনে বিভিন্ন পদে মেট্রো রেলে নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি (Metro Rail Recruitment 2024)

৫) তবে আপনি যদি OBC বিভাগ নির্বাচন করে থাকেন তাহলে আরো একটি ফর্ম স্ক্রীনে দেখা যাবে সেখানে আবেদনকারীর পিতা মাতার সার্ভিস, চাষের জমি, ল্যান্ড হোল্ডিং এই সমস্ত তথ্যগুলি লিখতে হবে।

৬) এইসব তথ্যগুলি লিখার পর সেগুলি এন্টার করতে হবে।

৭) ফর্ম ফিল আপ শেষে ‘Save and Continue’ বাটনে ক্লিক করতে হবে।

৮) এরপরে স্ক্রীনে নতুন একটি পেজ দেখা যাবে সেখানে আপনার ডকুমেন্ট ও ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

৯) তারপর এন্টার করতে হবে।

১১) ফাইনাল সাবমিট করার আগে আবেদন পত্রের সব নথি ভালোভাবে চেক করতে হবে। এরপর সাবমিট করতে হবে।

১২) এতে একটি অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম দেখা যাবে।

১৩) এই ফর্মটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে।

আরও পড়ুন👉: Big News: WB SSC-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ ও নতুন নিয়ম নিয়ে বড় খবর সামনে এলো

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন